ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন জীবন পেলেন তেভেজ

প্রকাশিত: ০৬:২৪, ৩১ জানুয়ারি ২০১৮

নতুন জীবন পেলেন তেভেজ

স্পোর্টস রিপোর্টার ॥ চাইনিজ প্রিমিয়ার লীগের দল সাংহাই শেনহুয়ার হয়ে এক বছর কাটানোর পর আবারও শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ফিরে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক স্ট্রাইকার কার্লোস তেভেজ। ৩৩ বছর বয়সী তেভেজের এই নিয়ে তৃতীয়বারের মতো বোকা জুনিয়র্সের সঙ্গে সম্পর্ক স্থাপিত হলো। পুরনো ক্লাবে নতুন করে শুরু করতে পেরে দারুণ রোমাঞ্চিত আর্জেন্টাইন তারকা। শনিবার কোলন ডি সান্তা ফের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে একটিতে এ্যাসিস্ট রয়েছে তার। এই ম্যাচের শেষেই কার্লোস তেভেজ জানান তিনি যেন নতুন জীবন ফিরে পেয়েছেন। এ প্রসঙ্গে তেভেজ বলেন, ‘যেন নতুন জীবন ফিরে পেলাম। এতে আমি সত্যিই রোমাঞ্চিত। এখানে মানুষ আমাকে আগের মতোই ¯েœহ এবং ভালবাসছেন, এটা আমার জন্য অতিরিক্ত অনুপ্রেরণা। প্রতিটি মুহূর্তই উপভোগ করছি। আমি ভোগছি তা মনে করছি না মোটেও। বরং এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত।’ সাপ্তাহিক ৭ লাখ ৩০ হাজার ইউরোতে গত বছরের জানুয়ারিতে শেনহুয়াতে যোগ দিয়েছিলেন কার্লোস তেভেজ। এই চুক্তি তাকে বিশ্বের অন্যতম দামী খেলোয়াড়ে পরিণত করেছিল। কিন্তু নতুন বছরের শুরুতেই চাইনিজ সুপার লীগের ক্লাবটির পক্ষ থেকে তেভেজের সঙ্গে চুক্তির বিষয়টি বাতিল করার তথ্য নিশ্চিত করা হয় গণমাধ্যমে। ইনজুরি আক্রান্ত পুরো মৌসুমে চাইনিজ চ্যাম্পিয়নশিপে তেভেজ মাত্র চারটি গোল করেছেন। এমনকি চাইনিজ কাপ ফাইনালেও খেলতে পারেননি তিনি। সাংহাই এসআইপিজির বিপক্ষে ফাইনালে দুই লেগের ম্যাচে কোনোটিতেই দলে ছিলেন না সাবেক ম্যানচেস্টার সিটির এই তারকা ফুটবলার। অথচ বেশ ঘটা করেই জানুয়ারিতে তেভেজকে স্বাগত জানিয়েছিল সাংহাই। প্রথমদিকে কিছুদিন ভাল থাকলেও ধীরে ধীরে ফিটনেস ও প্রতিশ্রুতি প্রশ্নে তেভেজের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে শেনহুয়ার সমর্থকরা। সেপ্টেম্বরে ক্লাবে নতুন কোচ উ জিনগুই যোগ দেয়ার পর তেভেজের ওজন নিয়ে অভিযোগ করা হয়। যদিও পরবর্তীতে উ স্বীকার করেছেন তেভেজ তার ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু তারপরেও এফএ কাপের ফাইনালে কোচের বিবেচনায় দলে আসতে পারেননি এই আর্জেন্টাইন তারকা। যে কারণেই শেষ পর্যন্ত ঘরের ক্লাব বোকা জুনিয়র্সেই নতুন করে ঠিকানা গড়তে হয় আগামী সপ্তাহেই ৩৪ বছরে পা রাখতে যাওয়া কার্লোস তেভেজকে।
×