ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আত্রাইয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৯

প্রকাশিত: ০৬:২১, ৩১ জানুয়ারি ২০১৮

আত্রাইয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৯

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ জানুয়ারি ॥ আত্রাইয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের প্রচারকালে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ৯ জন আহত হয়েছে। আহতদের আত্রাই ও রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নওশের আলী তার লোকজনসহ আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নে গণসংযোগ করছিলেন। এ সময় আওয়ামী লীগের আরেক গ্রুপের লোকজন ৭/৮টি মোটরসাইকেলযোগে দলীয় প্রচার কাজে কালিকাপুর ইউনিয়নের তারানগর নামক স্থানে পৌঁছলে দু’গ্রুপ মুখোমুখি হয়। এসময় বাগ্বিত-ার একপর্যায় সংঘর্ষের সৃষ্টি হয়। এতে প্রতিপক্ষের হামলায় ৯জন আহত হয়। আহতরা হলো রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান মোহন, ছাত্রলীগ নেতা হেবুল, আব্দুর রহিম, সোহাগ, জিল্লুর রহমান, রবিন, সেলিম, রাণীনগর যুবলীগ নেতা সবুজ ও সাদিকুল ইসলাম। টাঙ্গাইলে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩০ জানুয়ারি ॥ সখীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে বৃদ্ধ আবুল হোসেনকে (৭০) শেখ জাহাঙ্গীর আলম নামের এক যুবক কিল-ঘুষি ও লাথি মারে। এর আঘাতে বৃদ্ধ আবুল হোসেন প্রাণ হারান। মঙ্গলবার সকালে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়থাচালা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী আসামিকে গ্রেফতারের দাবিতে উপজেলা চত্বরে লাঠি মিছিল করেছে। জানা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের শেখ আবদুল বারেকের ছেলে শেখ জাহাঙ্গীর আলমের কাছে বৃদ্ধ আবুল হোসেন মঙ্গলবার সকালে দীর্ঘদিনের পাওনা টাকা চাইতে যায়। এ সময় জাহাঙ্গীর আলম পৌরসভার রেনাজ সিনেমা হল সড়কের গ্রামীণ টাওয়ারের কাছে বৃদ্ধকে নিয়ে আসে। দুর্গাপুরে শ্রমিক হত নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিমুলতলি বাজারে মঙ্গলবার বেলা ১১টার দিকে মাটি কাটার কাজে ব্যবহৃত ফে-লোডারের নিচে চাপা পড়ে জাহাঙ্গীর আলম (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর কেন্দুয়া উপজেলার হরিনগর গ্রামের আবু তাহের মিয়ার ছেলে।
×