ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৬:২১, ৩১ জানুয়ারি ২০১৮

চট্টগ্রামে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে গুলি করে এক নারীকে হত্যার অপরাধে এক আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। দণ্ডিত আবদুস সবুরের বাড়ি বাঁশখালী উপজেলার কাথারিয়া মাঝিরপাড়া এলাকায়। অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন ৯ আসামি। চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম তানিয়া কামাল মঙ্গলবার এই রায় প্রদান করেন। উল্লেখ্য, ২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে বাঁশখালী উপজেলার দক্ষিণ কাথারিয়া মাঝিরপাড়া এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে খুন হন। টেকনাফে শিশুকে গুলি করে হত্যা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের হ্নীলা পূর্ব রঙ্গীখালিতে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসীর গুলিতে এক শিশু নিহত ও আরেক শিশু আহত হয়েছে। নিহত শিশু সাদেক হোসেন (৭) ও মুজাহিদ দিনমজুর কাদের হোসেনের পুত্র। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা গেছে , ঘরের বেড়া ঠেলাঠেলির অভিযোগে আহত মুজাহিদের মা নুর আয়েশা প্রতিবেশী বেলাল উদ্দিনকে বকাবকি করে। সে উত্তেজিত হয়ে ঘরের ভেতর থেকে অবৈধ কাটা বন্দুক বের করে নুর আয়েশা বেগমের দিকে গুলি ছোড়ে। নুর আয়েশা বেগম সরে গেলে গুলি গিয়ে লাগে প্রতিবন্ধী শিশু সাদেক হোসেনের শরীরে। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়। উত্তেজিত জনতা সন্ত্রাসী বেলাল উদ্দিনকে ধরে পুলিশে দিয়েছে। কুয়েটে অস্ত্রসহ চার শিবির নেতাকর্মী আটক স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে চার শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে খানজাহান আলী থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার বিকেলে খানজাহান আলী থানা পুলিশ কুয়েটের বঙ্গবন্ধু হলে অভিযান চালায়।
×