ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্মার্ট কার্ডের নামে রবি-এয়ারটেলের ২৬ হাজার সিম তুলে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৬:২০, ৩১ জানুয়ারি ২০১৮

স্মার্ট কার্ডের নামে রবি-এয়ারটেলের ২৬ হাজার সিম তুলে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় স্মার্ট কার্ড দেয়ার নামে প্রতারণার মাধ্যমে সুন্দরবন এলাকার দুটি ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষের নামে রবি ও এয়ারটেল কোম্পানির প্রায় ২৬ হাজার সিম উঠিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ন্যাশনাল আইডি’র ফটোকপি ও ফিঙ্গার প্রিন্ট নিয়ে এ প্রতারণা করা হয়। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পদ্মপুকুর ইউপির সাবেক মেম্বার চ-িপুর গ্রামের আব্দুল কাদের গাইনের ছেলে শহিদুল ইসলাম। তিনিও এ প্রতারণার শিকার হয়েছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছরের অক্টোবর মাসের প্রথম দিকে শ্যামনগর উপজেলার চ-িপুর গ্রামের ওসমান গাজীর ছেলে আনারুল ইসলাম এলাকায় এসে জানায় যে, সে (আনারুল) পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের ন্যাশনাল আইডি’র স্মার্ট কার্ড বিতরণের দায়িত্ব পেয়েছে। এ স্মার্ট কার্ড পেতে হলে প্রত্যেকের তার ন্যাশনাল আইডির একটি ফটোকপি ও ফিঙ্গার প্রিন্ট দিতে হবে। ফলে স্মার্ট কার্ড পাওয়ার জন্য এলাকার নারী-পুরুষেরা তার কাছে আইডি’র ফটোকপি ও ফিঙ্গার প্রিন্ট দিতে শুরু করে। এভাবে প্রতারণার মাধ্যমে আনারুল গ্রামের সহজসরল নারীদের ভুল বুঝিয়ে অক্টোবর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত তার পরিবারের সদস্যসহ পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষের কাছ থেকে আইডি’র ফটোকপি ও ফিঙ্গার প্রিন্ট নিয়ে চলে যায়। তিনি অভিযোগ করে বলেন, চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ওই দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষের মোবাইলে রবি ও এয়ারটেল কোম্পানির একাধিক সিম রেজিস্ট্রেশনের মেসেজ আসতে শুরু করে। খোঁজ নিয়ে তারা জানতে পারেন যে, তাদের নামে রবি ও এয়ারটেল কোম্পানির একাধিক সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। এভাবে এলাকার বিলকিস বেগম, মাসুদা খাতুন, কমলা পারভীন, কহিনুর বেগম, লাইলি বেগম, আসমা খাতুন ও হাশেম আলীর নামে ৬টি করে, শাহিদা খাতুন, মমতাজ বেগম, ফতেমা খাতুন, কুসুম, নুর মোহাম্মাদ, মোকাররম বিল্লাহ, রুহুল আমিন, রাশেদ আলী, আমানউল্লাহ ও মোস্তাফা কামালের নামে ৪টি করে, আয়শা খাতুনের নামে ২টি, পরি বানুর নামে ৩টি এবং নজরুল ইসলামের নামে ৩টি সিম উত্তোলন করা হয়েছে। এভাবে প্রতারক আনারুল ওই দুই ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষের নামে হাজার হাজার সিম উত্তোলন করেছে। তিনি পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের নারী-পুরুষের নামে রেজিস্ট্রেশনকৃত রবি ও এয়ারটেল সিম বাতিল করাসহ প্রতারক আনারুলসহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
×