ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

ছাত্র ও ব্যবসায়ীসহ নিহত আট

প্রকাশিত: ০৬:১৯, ৩১ জানুয়ারি ২০১৮

ছাত্র ও ব্যবসায়ীসহ নিহত আট

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গাজীপুরে ব্যবসায়ীসহ তিন, যশোরে রাজমিস্ত্রি, কুড়িগ্রামে যুবক, ভালুকায় এসএসসি পরীক্ষার্থী, গাইবান্ধায় এক ব্যক্তি ও চরফ্যাশনে এক শিশু নিহত হয়েছে। টাঙ্গাইলে বাস নদীতে পড়ে ৩১ যাত্রী আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুর পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের শামসুল হকের ছেলে মোস্তফা কামাল (৩৫) স্থানীয় কাওরাইদ বাজারে ভাঙ্গারি মালামালের ব্যবসা করত। মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি (নতুন বাজার) এলাকা হতে অটোরিক্সায় মাওনা চৌরাস্তায় যাচ্ছিল মোস্তফা কামাল। এসময় মহাসড়কের উল্টোপথ দিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ওই অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কামাল নিহত হয়। তিনি আরও জানান, একই মহাসড়কে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় (আদিব ডাইং কারখানার সামনে) গাড়ির চাকায় পিষ্ট হয়ে সোমবার রাতে এক নারী নিহত হন। ব্যস্ত ওই মহাসড়কে একাধিক গাড়ি চলাচল করায় নিহতের দেহ থেঁতলিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশের ছিন্ন বিচ্ছিন্ন টুকরা উদ্ধার করে। এদিকে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবদুল হাই জানান, সিটি কর্পোরেশনের হাজীরপুকুর এলাকার হারিকেন কারখানার সামনে সোমবার রাতে অটোরিক্সা চালক আব্দুল করিম (৩২) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় উত্তরবঙ্গগামী এনা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার গুচ্ছ গ্রাম এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে করিম গাজীপুরের হারিকেন কারখানা এলাকায় মেসে ভাড়া থেকে অটোরিক্সা চালাত। যশোর টুকু সুলতান (৩৮) নামে এক নির্মাণশ্রমিক ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল আটটার দিকে শহরের ঢাকা রোড বাবলাতলা মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত টুকু শেখহাটি বাবলাতলা এলাকার মৃত আমির হোসেনের ছেলে। নিহতের ভাই ইকু সুলতান জানান, তার ভাই টুকু রাজমিস্ত্রির কাজ করতেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হন মণিহার এলাকায় যাওয়ার জন্য। ঢাকা রোড বাবলাতলা মোড়ে পৌঁছলে সামনের দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কুড়িগ্রাম উলিপুরে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র মশিউর রহমান (২৮) সকালে উলিপুর-নারিকেলবাড়ি সড়কের সোনাউল্লা মিয়ার বাড়িসংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এসময় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে সে পাশর্^বর্তী একটি দোকানে চা খেয়ে বাসায় ফিরছিল। ভালুকা ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদ পাঠান (১৫) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় হাসান নামে মোটরসাইকেল আরোহী আহত হয়। জানা যায়, ঘটনার সময় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী উপজেলার খারুয়ালী গ্রামের মাহাবুল আলম তারু পাঠানের ছেলে সাজিদ পাঠান (১৫) তার চাচাত ভাই হাসানকে নিয়ে মোটরসাইকেলযোগে ময়মনসিংহ শহরে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সাজিদ ও হাসান গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সাজিদ মারা যায়। টাঙ্গাইল মধুপুরের গোলাবাড়িতে যাত্রীবাহী একটি বাস বংশাই নদীতে পড়ে অন্তত ৩১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের কাছেই মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। জানা গেছে, বিনিময় পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি ধনবাড়ী থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে আসার পর মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৩০ ফুট গভীরে বংশাই নদীতে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত ৮ শিক্ষার্থীসহ ৩১ যাত্রী আহত হয়। খবর পেয়ে মধুপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় জনগণ উদ্ধার কাজ চালায়। প্রায় দুই ঘণ্টা উদ্ধার শেষে আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর ৪ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক চিকিৎসা শেষে ১১ জনকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে মধুপুর উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহসড়কের ফাঁসিতলা নামকস্থানে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কোচের ধাক্কায় শাহারুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে কামারদহ ইউনিয়নের কড়িপাইকা গ্রামের বাসিন্দা। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, সন্ধ্যা ৬টায় ঢাকা-রংপুর মহসড়কের ফাঁসিতলায় নামকস্থানে দ্রুতগামী একটি কোচ শাহারুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। চরফ্যাশন ভোলার চরফ্যাশন-শশীভূষণ সড়কে কাশেমগঞ্জ বাজারের দক্ষিণ পার্শ্বে মঙ্গলবার দুপুরে ট্রাকট্রলির চাপায় রায়হান (৬) নিহত হয়েছে। রায়হান শশীভূষণ থানার এওয়াজপুর গ্রামের কামালের ছেলে। পুলিশ জানায়, শিশু রায়হান তাদের বাড়ির পার্শ্বের সড়কে এলে একটি মালবাহি ট্রাকট্রলির চাপায় পড়ে ঘটনাস্থলে মারা যায়।
×