ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৯, ৩১ জানুয়ারি ২০১৮

টুকরো খবর

সাত ব্যবসায়ীকে জরিমানা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩০ জানুয়ারি ॥ প্লাস্টিকের বস্তা সংরক্ষণ ও ব্যবহারের দায়ে জেলা শহরের সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শহরের মালনী ও পাটপট্টি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলামের আদালত এ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম জানান, পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে পাটপট্টি এলাকার ব্যবসায়ী শান্ত সাহাকে ১০ হাজার, মালনী এলাকার অনুপ সাহাকে ৩ হাজার, রঞ্জিত সরকারকে ২ হাজার, গোপাল ধরকে ১ হাজার ৫শ’, আনন্দ দাসকে ১ হাজার ৫শ’, জুয়েল দাসকে ১ হাজার ৫শ’ ও গৌরাঙ্গ চন্দ্র দত্তকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। এ সময় অন্য ব্যবসায়ীদের প্লাস্টিকের ব্যাগ ব্যবহার না করতে নিষেধ করা হয়। অভিযানে পুলিশ সদস্যসহ জেলার পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, পাট উন্নয়ন সহকারী ইলিয়াস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। চট্টগ্রামে রড কারখানাকে জরিমানা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কারখানা থেকে কালো ধোঁয়া নির্গমনের দায়ে চট্টগ্রামে একটি রড প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। অর্থদ-ে দ-িত প্রতিষ্ঠানটির নাম বেঞ্জ ইন্ডাস্ট্রিজ (বাংলাদেশ) লিমিটেড। মঙ্গলবার চট্টগ্রামের পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা এ আদেশ প্রদান করেন। পরিবেশ অধিদফতর সূত্রে জানানো হয়, নগরীর বায়েজিদ বোস্তামী থানার নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত কারখানাটিতে গত ২৩ জানুয়ারি অভিযান চালিয়ে কালো ধোঁয়া নির্গত হওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষকে ৩০ জানুয়ারি পরিবেশ অধিদফতরের শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়। শুনানি শেষে এ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ধোঁয়া নিয়ন্ত্রণকারী এটিপি যথাযথভাবে পরিচালনার নির্দেশ দেয়া হয়। এর আগেও প্রতিষ্ঠানটিকে একই অপরাধের জন্য সতর্ক করে দেয়া হয়েছিল বলে জানিয়েছে পরিবেশ অধিদফতর। বিরোধ নিষ্পত্তি ॥ বোরো আবাদ শুরু সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৩০ জানুয়ারি ॥ দুই পক্ষের বিরোধে বন্ধ হয়ে যায় সেচ কাজ। ওই অবস্থায় প্রায় ১০০ একর জমি আবাদ নিয়ে শঙ্কা তৈরি হয় কৃষকদের মাঝে। উদ্ভূত পরিস্থিতিতে বিরোধ নিষ্পত্তি করে চালু হয়েছে সেচ কাজ। ২৫ জানুয়ারি দৈনিক জনকণ্ঠে ‘এক শ’ একর জমিতে বোরো আবাদ অনিশ্চিত’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়। গত সোমবার এ নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী স্বপন, স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য বিবাদমান দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন। আলোচনায় নিষ্পত্তি হয় দীর্ঘদিনের বিরোধের। ওই অবস্থায় মঙ্গলবার বাহাদুরপুর গ্রামে বিএডিসি কর্তৃক পরিচালিত ৬৮নং গভীর নলকূপটি চালু করা হয়। ১২০ মণ জাটকা উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১২০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে কোস্টগার্ড ও মৎস্য অধিদফতরের কর্মকর্তাদের যৌথ অভিযানে জাটকা জব্দ করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা থেকে বরিশালগামী একটি স্টিল বডির ট্রলারে অভিযান চালিয়ে ১২০ মণ জাটকা জব্দ করা হয়। পাশাপাশি জাটকাবাহী ট্রলারটিও জব্দ করা হয়েছে। তবে ট্রলারে থাকা জড়িতরা অভিযানের পূর্বে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকা দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। ২০ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩০ জানুয়ারি ॥ কানাইপুরে অগ্নিকা-ে পুড়ে গেছে ২০টি দোকান প্রতিষ্ঠান। এর ফলে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকা-ের সূত্রপাত হয়। রাত সাড়ে ৯টার দিকে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট আগুন নেভায়। সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়ক থেকে কানাইপুর-নালার দোকানগামী আঞ্চলিক সড়কের খাসকান্দি মোড়ের সড়কের বামপাশের দোকানগুলিতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা গেছে, ওই এলাকার খালেক দেওয়ানের ওয়ার্কসপের ওয়েলডিং মেশিন থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত হয়। বেরোবির বাগানে আগুন ॥ আটক ৫ নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩০ জানুয়ারি ॥ সিগারেটের আগুনে পুড়ল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ঔষধি বাগান। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বাগানে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ে বাগানের মূল্যবান বনজ, ফলদ ও ঔষধি গাছ পুড়ে গেছে বলে বিশ^বিদ্যালয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো রংপুর কারমাইকেল কলেজের ছাত্র নাইমুর রহমান, রংপুর লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের ছাত্র রাকিবুল হাসান, রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের ছাত্র আসাদুজ্জামান ও তাহসিন আহমেদ, রংপুর পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজের ছাত্র আশিকুর রহমান। তারা সবাই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
×