ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটিয়ায় কালভার্টের অভাবে সড়ক অকেজো ॥ দুর্ভোগ

প্রকাশিত: ০৬:১৬, ৩১ জানুয়ারি ২০১৮

পটিয়ায় কালভার্টের অভাবে সড়ক অকেজো ॥ দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৩০ জানুয়ারি ॥ একটি ব্রিজের অভাবে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের দুই কিলোমিটার গ্রামীণ সড়ক অজেকো হয়ে পড়েছে। ২০১৬-২০১৭ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) থেকে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে উপজেলার হাইদগাঁও-কেলিশহর সংযোগ সড়ক ডাবল ব্রিক সলিং দ্বারা করা হয়। উত্তর হাইদগাঁও শালিকপাড়া ও পার্শ¦বর্তী কেলিশহর এলাকায় রয়েছে হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক পরিবার। তাদের যাওয়ার একমাত্র পথ হাইদগাঁও-কেলিশহর সংযোগ সড়ক। গুরুত্বপূর্ণ এ সড়কের মাঝখানে একটি ব্রিজ দীর্ঘদিন ভাঙ্গা থাকার ফলে বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। ভাঙ্গা ব্রিজের কারণে গাড়ি চলাচল দূরের কথা পায়ে হেঁটে পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে না। গ্রামবাসী ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুচ মিয়াসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের জানালেও তারা কোন সুরহা করেনি। ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাইদগাঁও-কেলিশহর সংযোগ সড়কের কাজ ২০১৬-২০১৭ অর্থ বছরে ব্রিক সলিং দ্বারা করা হলেও মাঝখানে একটি ভাঙ্গা ব্রিজের কারণে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। গ্রামীণ এই রাস্তা দিয়ে হাইদগাঁও ইউনিয়নের লোকজন ছাড়াও কেলিশহর ও হাইদগাঁও গুচ্ছগ্রামে যাওয়ার রাস্তা। তাছাড়া রাস্তার শেষ সীমানায় রয়েছে কেলিশহর ও হাইদগাঁও গ্রামের পাহাড়ি অঞ্চল। এলাকার শিক্ষার্থী ছাড়াও শত শত কৃষক প্রতিদিন ক্ষেত খামারে যাতায়াত করে থাকেন। একটি ব্রিজের অভাবে ওই রাস্তার দুই কিলোমিটার এখন অকেজো হয়ে পড়েছে। উত্তর হাইদগাঁও গ্রামের সন্তোষ চৌধুরী ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এলজিইডির অর্থায়নে তাদের এলাকার সড়কটি ডাবল ব্রিক সলিং দ্বারা নির্মাণ করা হলেও একটি ব্রিজের অভাবে বর্তমানে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি গ্রামবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়েছেন। ব্রিজ না থাকায় উত্তর হাইদগাঁও শালিকপাড়াসহ পার্শ্ববর্তী কেলিশহর ইউনিয়নের সঙ্গে এ সড়ক দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। জনস্বার্থে ব্রিজটি দ্রুত নির্মাণ করে রাস্তাটি সচল করার দাবি জানান। এ ব্যাপারে হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ মিয়া জানিয়েছেন, ইতোপূর্বে এলজিইডির অর্থায়নে ২টি কালভার্টসহ দুই কিলোমিটার রাস্তা প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে করা হয়েছে। তবে একটি ব্রিজের অভাবে বর্তমানে ওই সড়কের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। জনগণের স্বার্থে একটি ব্রিজ নির্মাণ অতীব জরুরী। ইতোমধ্যে তিনি (চেয়ারম্যান) চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবুকে জানিয়েছেন এবং জেলা পরিষদের অর্থায়নে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান।
×