ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাস্তির মেয়াদ বাড়িয়ে সংসদে বিলের রিপোর্ট উত্থাপন

প্রকাশিত: ০৬:০৫, ৩১ জানুয়ারি ২০১৮

শাস্তির মেয়াদ বাড়িয়ে সংসদে বিলের রিপোর্ট উত্থাপন

সংসদ রিপোর্টার ॥ দ্রুত বিচার আইন সংশোধন করে শাস্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাস রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট সংসদে উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার সংসদে কমিটির সভাপতি টিপু মুনশি এ রিপোর্ট উত্থাপন করেন। গত ২২ জানুয়ারি ‘আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন- ২০১৮’ সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পরে বিলটি সাত দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়। সংসদে উত্থাপিত বিলের সংশোধনীতে অপরাধের শাস্তি পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হয়েছে। এ ছাড়া এই আদালতে ‘বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত একজন প্রথম শ্রেণীর হাকিম’ নিয়োগের ক্ষমতা সরকারকে দেয়া হয়েছে।
×