ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বল্পোন্নত দেশের মধ্যে রফতানিতে বাংলাদেশ এক নম্বর

প্রকাশিত: ০৬:০৪, ৩১ জানুয়ারি ২০১৮

স্বল্পোন্নত দেশের মধ্যে রফতানিতে বাংলাদেশ এক নম্বর

সংসদ রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিশ্বের ১৯১ দেশে ৭৪৪ পণ্য রফতানি করা হচ্ছে। বিশ্বের স্বল্পোন্নত দেশের মধ্যে রফতানির ক্ষেত্রে বাংলাদেশ এক নম্বর স্থান অর্জন করেছে। পাকিস্তানের চেয়েও বেশি বাংলাদেশী পণ্য বিশ্বের বাজারে রফতানি হচ্ছে। তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়। ২০২১ সালের মধ্যে শুধুমাত্র তৈরি পোশাক রফতানি ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, পৃথিবীর সকল দেশ বাংলাদেশকে জিএসপি সুবিধা দিলেও মার্কিন যুক্তরাষ্ট্র এ সুবিধা বন্ধ করে দিয়েছে। প্রতিবছর বাংলাদেশ পণ্য রফতানি করে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রায় ৯শ’ মিলিয়ন ডলার ডিউটি দিতে হয়। মন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিদেশে রফতানির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। সবশেষ ২০১৬-১৭ অর্থবছরে সেবাখাতসহ বাংলাদেশী পণ্য বিদেশে রফতানি করে ৩৮ বিলিয়ন ডলারেরও বেশি আয় হয়েছে। চলতি অর্থবছরে ৪১ বিলিয়ন মার্কিন ডলারের রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারের ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হলে রফতানি আয় ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সরকার দলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে ৫২ দেশে বাংলাদেশের পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে।
×