ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ

প্রকাশিত: ০৬:০৪, ৩১ জানুয়ারি ২০১৮

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ

স্টাফ রিপোর্টার ॥ অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে নিরাপত্তা জোরদারসহ মেলা প্রাঙ্গণের আশপাশে যানবাহন চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। পুরো ফেব্রুয়ারি মাস বন্ধ থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তাটি। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, অমর একুশে গ্রন্থমেলা যথাযথ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, দোয়েল চত্ব¡র, শিশু একাডেমি, টিএসসি ও তৎসংলগ্ন এলাকা যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যে সব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে ॥ দোয়েল চত্বর ক্রসিং থেকে টিএসসি পর্যন্ত কোন গাড়ি প্রবেশ করবে না। শুধু বাংলা একাডেমির স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে। টিএসসি থেকে দোয়েল চত্বর ক্রসিং পর্যন্ত কোন গাড়ি প্রবেশ করবে না। শুধু বাংলা একাডেমি স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে। বই মেলায় আগত যানবাহনসমূহ যে সকল জায়গায় পার্কিং করবে ॥ দোয়েল চত্বর কেন্দ্রিক যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় মোকাররম ভবন মাঠ, দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল পর্যন্ত রাস্তার দুই পাশে এক লেনে পার্কিং করতে পারবে। টিএসসি কেন্দ্রিক যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন (মলচত্বর) মাঠ, ফুলার রোডের রাস্তার দুই পাশের এক লেনে পার্কিং করতে পারবে।
×