ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জন্মদাগ ঢাকতে...

প্রকাশিত: ০৬:০৩, ৩১ জানুয়ারি ২০১৮

জন্মদাগ ঢাকতে...

মুখের প্রায় অর্ধেক জুড়ে থাকা কালো একটি জন্মদাগ নিয়ে বিড়ম্বনায় ছিলেন চীনের ঘুইঝাও এলাকার জিয়াও ইয়ান নামের ২৩ বছরের এক তরুণী। চিকিৎসকদের ধারণা তার মুখের এ দাগটি ক্যান্সারে রূপ নিতে পারে। তাই জন্মদাগটি থেকে মুক্তি পেতে চিকিৎসকদের পরামর্শে মুখের চামড়ার নিচে ঢুকিয়েছেন চারটি বেলুন। জন্মদাগটি কেটে ফেললে ওই খালি স্থানটি ঢাকতে মুখের যে চামড়া লাগবে তার জন্যেই বেলুন ঢুকিয়ে মুখটি ফুলানো হয়েছে। স্কিন গ্রাফটিংয়ের কাজে মুখের বেলুনের মতো ফোলানো বাড়তি চামড়া কাজে লাগানো হবে। এই অবস্থায় তার চেহারাটি পুরো চারকোনা কিম্ভুত আকৃতি পেলেও মুখ ঢেকে দৈনন্দিন কাজ কর্ম করছেন জিয়াও। চিকিৎসার ব্যয় অধিক হওয়ায় এর খরচ যোগাতে বহু মানুষজনের কাছ থেকে চাঁদা নিয়েছে তরুণীটির পরিবার। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির ছবিসহ সংবাদ প্রকাশের পর অসংখ্য মানুষ তাকে সাহস যুগিয়েছে। -সেভেন নিউজ
×