ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাতকড়ায় ৭ বছরের শিশু

প্রকাশিত: ০৬:০২, ৩১ জানুয়ারি ২০১৮

হাতকড়ায় ৭ বছরের শিশু

অঝোর ধারায় কাঁদছেন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে বসবাসকারী মার্সি আলভারেজ নামের এক মা। তার ৭ বছর বয়সী শিশু সন্তানকে হাতকড়া পরিয়ে মায়ামি পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আর তিনি কিছুই করতে পারছেন না। শিশুটির বিরুদ্ধে অভিযোগ, স্কুলে সে তার শিক্ষিকাকে শারীরিকভাবে আঘাত করেছে। পেছনে দুহাতে হাতকড়া লাগানো অবস্থায় শিশুটিকে পুলিশের ধরে নিয়ে যাওয়ার ছবিটি বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার মায়ামি দাদে নামের স্কুলের ক্যান্টিনে শিশুটি তার খাবার নিয়ে খেলার সময় একজন শিক্ষক তাকে সেখান থেকে বের করে দেয়ার চেষ্টা করে। এ সময় শিশুটি ওই শিক্ষকের ওপর পেছন থেকে হামলা চালায় এবং তাকে অনবরত ঘুষি মারতে থাকে। এর এক পর্যায়ে তাদের দুজনই মাটিতে পড়ে যায়। কর্তৃপক্ষ তখন পুলিশ ডেকে শিশুটিকে তাদের হাতে তুলে দেয়। শিশুটির মা আলভারেজ জানান, তিনি স্কুল কর্তৃপক্ষের কথা বিশ্বাস করেন না। তিনি আরও বলেন তার ছেলের কোন মানসিক সমস্যা নেই। স্কুল কর্তৃপক্ষ জানায়, ডিসিপ্লিনারি সমস্যার জন্য এর আগে শিশুটিকে দশ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। শিশুটির পিতামাতা এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণে আইনজীবীদের সঙ্গে আলাপ করছেন। -মিরর ইউকে।
×