ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরের শতবর্ষী গাছগুলো কাটার সিদ্ধান্ত অবৈধ ছিল ॥ সংসদীয় কমিটি

প্রকাশিত: ০৬:০২, ৩১ জানুয়ারি ২০১৮

যশোরের শতবর্ষী গাছগুলো কাটার সিদ্ধান্ত অবৈধ ছিল ॥ সংসদীয় কমিটি

সংসদ রিপোর্টার ॥ যশোর-বেনাপোল মহাসড়কে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শতবর্ষী গাছগুলো কাটার সিদ্ধান্ত অবৈধ ছিল বলে জানিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই সড়ক বিভাগ গাছগুলো কাটার সিদ্ধান্ত নেয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। কমিটির পক্ষ থেকে শতবর্ষী গাছগুলো রেখেই সড়ক সম্প্রসারণের পাশাপাশি আগামীতে গাছ বাঁচিয়ে সকল উন্নয়ন কাজ বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি ড. মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ ও মোঃ ইয়াসিন আলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এক প্রেসব্রিফিং-এ ড. মোহাম্মদ হাছান মাহমুদ বলেন, শতবর্ষী গাছগুলো কাটার বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ নিয়মানুযায়ী পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র নেয়নি। এমনকি বনবিভাগের মতামতও নেয়নি। ফলে ওই সিদ্ধান্ত সঠিক ছিল না। আদালতের আদেশে ওই গাছ কাটা স্থগিত রাখা হয়েছে।
×