ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংসদে খাদ্যমন্ত্রী

দেশে খাদ্য ঘাটতি নেই

প্রকাশিত: ০৬:০১, ৩১ জানুয়ারি ২০১৮

দেশে খাদ্য ঘাটতি নেই

সংসদ রিপোর্টার ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম দেশে কোন খাদ্য ঘাটতি নেই দাবি করে বলেছেন, খাদ্যশস্যের সঙ্কট আমরা কাটিয়ে উঠেছি। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো ধান সংগ্রহ হয়েছে এবং হচ্ছে। সরকারের নানাবিধ পদক্ষেপের ফলে একদিকে যেমন মজুদ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে খোলা বাজারে চালের মূল্য কমে বর্তমানে বাজারে দরিদ্র, নি¤œ মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর জনসাধারণের ভোগ্য চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ আবদুল মান্নান এবং জাসদের নাজমুল হক প্রধানের পৃথক দুটি সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
×