ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

হবিগঞ্জের দুই রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১১ মার্চ

প্রকাশিত: ০৬:০১, ৩১ জানুয়ারি ২০১৮

হবিগঞ্জের দুই রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১১ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত হবিগঞ্জের দুই রাজাকার আবুল খায়ের গোলাপ ও জামালউদ্দিন মাষ্টারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য ১১ মার্চ দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এ আদেশ প্রদান করেছেন। এ সময় প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা বেগম চমন। আদেশের পর প্রসিকিউটর রেজিয়া সুলতানা বেগম চমন জনকণ্ঠকে বলেন, আমরা ট্রাইব্যুনালের কাছে এক মাসের সময় চেয়েছিলাম। সময়ের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল উক্ত দিন নির্ধারণ করেছেন। আসামি দুই জনই কারাগারে আটক রয়েছেন। তাদের বিরুদ্ধে হত্যা ধর্ষণ আটক নির্যাতনের মতো ৭টি অভিযোগ আনা হয়েছে।
×