ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট মামলা

আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত

প্রকাশিত: ০৬:০১, ৩১ জানুয়ারি ২০১৮

আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ স্পর্শকাতর ও বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। আসামি মাওলানা মোঃ সাঈদ ওরফে ডাক্তার জাফরের পক্ষে যুক্তিতর্ক পেশ করেন তার আইনজীবী মোহাম্মদ আলী। এ যুক্তিতর্ক পেশ অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার-১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ আদেশ প্রদান করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, এ্যাডভোকেট আকরাম উদ্দিন শ্যামল, এ্যাডভোকেট মোঃ আমিনুর রহমান, এ্যাডভোকেট আবু আব্দুল্লাহ ভুঞা, এ্যাডভোকেট আবুল হাসান জিহাদ। মঙ্গলবার ছিল যুক্তিতর্ক পেশ করার ৩৮তম দিন।
×