ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিজাম হাজারীর বিষয়ে রিটের শুনানিতে হাইকোর্ট বিব্রত

শাহজালালে অস্ত্রসহ যাত্রী আটক ঘটনা ধামাচাপা-পুলিশ কর্মকর্তাকে তলব

প্রকাশিত: ০৫:৫৯, ৩১ জানুয়ারি ২০১৮

শাহজালালে অস্ত্রসহ যাত্রী আটক ঘটনা ধামাচাপা-পুলিশ কর্মকর্তাকে তলব

স্টাফ রিপোর্টার ॥ গুলিভর্তি পিস্তলসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী আটকের পর বিষয়টি ধামাচাপা দেয়ার ঘটনায় ওই সময়ের উত্তরা জোনের ডিসি বিধান চন্দ্র ত্রিপুরাকে তলব করেছে হাইকোর্ট। তাকে আগামী ১৩ ফেব্রুয়ারি সশরীরে হাজির হয়ে এই ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ফেনী-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদনের শুনানিতে ফের বিব্রতবোধ করেছে হাইকোর্ট। এ নিয়ে ৯ বার বিব্রতবোধ করেছে হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও মানহানির পৃথক পৃথক ছয় মামলায় আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। একই সঙ্গে, তাকে আগামী দুই মাসে বা আট সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেনকে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। গুলিভর্তি পিস্তলসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী আটকের পর বিষয়টি ধামাচাপা দেয়ার ঘটনায় ওই সময়ের উত্তরা জোনের ডিসি বিধান চন্দ্র ত্রিপুরাকে তলব করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত রুলের শুনানিতে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। পুলিশ অফিসারের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। ঘটনা ধামাচাপা দেয়ার বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আজম মিয়া ও উপপরিদর্শক (এসআই) সুকান্ত সাহার বিরুদ্ধে আদেশের জন্য নির্ধারিত দিন ধার্য ছিল মঙ্গলবার । কিন্তু আদেশ না দিয়ে আদালত পুলিশ কর্মকর্তাদের পক্ষে থাকা আইনজীবী এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে উদ্দেশ্য করে বলেন, এখন তো আইনানুসারে না হয়ে টেলিফোনেই সব হয়। উত্তরা জোনের ডিসি বিধান চন্দ্র ত্রিপুরার মৌখিক নির্দেশেই গুলিভর্তি পিস্তলসহ আটক যাত্রীকে ছেড়ে দেয়া হয়। এরপর আদালত উত্তরা জোনের ডিসি বিধান চন্দ্র ত্রিপুরাকে তলব করে। এর আগে গত ২৪ জানুয়ারি এ ঘটনার জন্য আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আজম মিয়া ও উপপরিদর্শক (এসআই) সুকান্ত সাহা। নিঃশর্ত ক্ষমা চাইলে হাইকোর্ট বেঞ্চ তাদের ভর্ৎসনা করে। গত বছরের ১২ ডিসেম্বর এ সংক্রান্ত প্রকাশিত খবরটি আদালতের নজরে আনেন আইন কর্মকর্তা ফরহাদ আহমেদ।
×