ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিজিটাল নিরাপত্তা আইন পাস না করার দাবি বিএনপির

প্রকাশিত: ০৫:৫৩, ৩১ জানুয়ারি ২০১৮

ডিজিটাল নিরাপত্তা আইন পাস না করার দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ নতুন ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাস না করার দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ আইনকে কালো আইন অভিহিত করে তিনি বলেন, আইনটি পাস হলে মানুষের বাকস্বাধীনতা বিশেষ করে গণমাধ্যমের স্বাধীনতা বলেও কিছু থাকবে না। বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, সরকারের দুর্নীতি যাতে কেউ প্রকাশ করতে না পারে সে জন্যই ডিজিটাল নিরাপত্তা আইনটি করা হচ্ছে। আইসিটি এ্যাক্টের ৫৭ ধারা বিলুপ্ত করা হলেও ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারায় সাংবাদিকরা হয়রানির শিকার হবেন। এ ধারার আওতায় গুপ্তচরবৃত্তির অভিযোগে নতুন করে নিপীড়ন ও হয়রানির শিকার হতে পারেন। এ আইনে বাকস্বাধীনতাকে অপরাধে পরিণত করা হয়েছে। তাই গণতন্ত্রকামীরাই ক্রিমিনাল হিসেবে অভিহিত হবে। ফিরে যাওয়া হবে মধ্যযুগের অন্ধকারে। এ সম্পর্কে কোন বিরূপ মন্তব্য করা যাবে না, প্রশ্ন করা যাবে না, সমালোচনা করলে সর্বোচ্চ ১৪ বছর কারাদ- হবে। দেশে মাইনাস ওয়ান সম্ভব হবে না- ড. মোশাররফ ॥ খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে মাইনাস ওয়ান সম্ভব হবে না। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সরকারের সময় মাইনাস ওয়ান, মাইনাস টু’র চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। তখন যেটা সম্ভব হয়নি এখন সেটা কিভাবে হবে? মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলন’ নামক একটি সংগঠন আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
×