ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উস্কানিমূলক বই প্রকাশ করলে ব্যবস্থা ॥ ডিএমপি কমিশনার

প্রকাশিত: ০৫:৫১, ৩১ জানুয়ারি ২০১৮

উস্কানিমূলক বই প্রকাশ করলে ব্যবস্থা ॥ ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রদায়িক উস্কানিমূলক বই প্রকাশ করলে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। উস্কানিমূলক বই প্রকাশিত হচ্ছে কিনা, হলে কোন প্রকাশনা প্রকাশ করছে তা মনিটরিং করা হবে। মনিটরিং করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলা একাডেমি কর্তৃপক্ষ পুরো বিষয়টি দেখভাল করবে। মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণ পরিদর্শন শেষে ডিএমপির মিডিয়া সেন্টারে অমর একুশের গ্রন্থমেলার নিরাপত্তার বিষয়ে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন। তিনি আরও বলেন, বইমেলায় আসা নতুন বই বাংলা একাডেমি যাচাইবাছাই করে দেখবে। যাতে কোন বই ধর্মীয়, সামাজিক ও জাতীয় মূল্যবোধে আঘাত করতে না পারে। বইমেলাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করবে। সিসি ক্যামেরা দিয়ে মেলার ভেতরসহ চারপাশ সর্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে। ইভটিজিং, ছিনতাইকারী-পকেটমার, অজ্ঞানপার্টি, মলমপার্টির সদস্যদের গ্রেফতারে মেলায় মোবাইল টহল টিম ও স্পেশাল টিম থাকবে। বই মেলায় প্রবেশ ও বাইরের গেট ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশ পথে ও বাইরে এবং উদ্যানের ভেতরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×