ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ১৯ প্রকল্প উদ্বোধন ও ১৬টির ভিত্তিফলক উন্মোচন করলেন

প্রকাশিত: ০৫:৫১, ৩১ জানুয়ারি ২০১৮

প্রধানমন্ত্রী ১৯ প্রকল্প উদ্বোধন ও ১৬টির ভিত্তিফলক উন্মোচন করলেন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জনসভায় যোগ দিতে সকাল থেকেই খ- খ- মিছিল নিয়ে আলীয়া মাদ্রাসা মাঠে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলের নগরীতে পরিণত হয় সিলেট। নানা সেøাগানে মুখরিত হয়ে ওঠে সিলেটের অলিগলি রাজপথ। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কর্মীদের নিয়ে শোডাউন করে, ব্যান্ড-বাজনা নিয়ে, নেচে গেয়ে মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন। মঞ্চ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। বিরতি দিয়ে চলতে থাকে দেশাত্মবোধক গানও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। দ্বিতীয় মেয়াদে মহাজোট সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার তৃতীয়বারের মতো সিলেট সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, তৌফিক-ই-এলাহী, আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডাঃ দীপু মনি, সংসদ সদস্য শেখ হেলাল, সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য গোলাম কবির রব্বানি চিনু, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিক প্রমুখ। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রাসহকারে শাহজালাল (রহ.) এর মাজারের উদ্দেশে রওয়ানা দেন তিনি। বেলা সোয়া ১১টার পর শাহজালাল (রহ.) এর মাজারে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও আশপাশের এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। তিনি মাজার জিয়ারত, ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। পরে পৌনে ১২টার দিকে হযরত শাহপরাণ (রহ.)-এর পৌঁছে মাজার জিয়ারত, ফাতিহা পাঠ ও মোনাজাত করেন শেখ হাসিনা। সেখান থেকে হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজারে যান প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১২টার দিকে মাজার জিয়ারত শেষে দুপুরের খাবার, জোহরের নামাজ ও বিশ্রামের জন্য সিলেট সার্কিট হাউসে পৌঁছেন প্রধানমন্ত্রী। বেলা ৩টা ১ মিনিটে জনসভাস্থল শহরের আলিয়া মাদ্রাসা মাঠে এসে পৌঁছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী। এরপর সেখানে ১৯ প্রকল্পের উদ্বোধন ও ১৬ প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেন। উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হলো, হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার উন্নয়ন, মহিলা এবাদতখানা নির্মাণ, মাজারের সৌন্দর্য্য বর্ধন এবং মাজারের যাতায়াতের প্রধান রাস্তা ২ কিলোমিটার প্রশস্তকরণ ও উন্নয়ন, সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভিতবিশিষ্ট নতুন একাডেমিক-কাম-প্রশাসনিক ভবন, পিরিজপুরে সার পরীক্ষাগার ও গবেষণাগার ভবন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা অফিস, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন, সিলেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সিলেট সিটি কর্পোরেশনের ১২তলা ভিতবিশিষ্ট ৫তলা ভবন, নগরীর বাবুছড়ার আরসিসি ইউ টাইপ ড্রেন নির্মাণ কাজ, জালালাবাদ রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন কাজ, সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক উন্নয়ন, মৌলভীবাজার-রাজনগর- ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক এবং রশিদপুর-বিশ্বনাথ-লামাকাজী সড়কের কাজ, সিলেট-গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ সড়ক এবং দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়কের মজবুতিকরণসহ ওভারলের কাজ, ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (সিলেট- শেরপুর অংশ) মজবুতিকরণসহ ওভারলের কাজ এবং শেরপুর টোল প্লাজার উন্নয়ন কাজ, জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, কানাইঘাট সড়ক ও তিনতলা বিশিষ্ট প্রাইমারী হেলথ কেয়ার সেন্টার ভবন। আর ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পগুলো হলো, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের মহিলা এবাদতখানা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেসা হল নির্মাণ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ ভবন নির্মাণ, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের ছাত্র ও ছাত্রী হোস্টেল ভবন নির্মাণ, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল নির্মাণ, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪ তলা থেকে ১০তলা উর্ধমুখী সম্প্রসারণ কাজ ও একটি নার্সিং হোস্টেল নির্মাণ, পুলিশ লাইন্সে একটি এসএমপি ব্যারাক ভবন নির্মাণ, এসএমপির ডরমিটরি ভবন, তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট ভবন নির্মাণ, আরআরএফ পুলিশ লাইন্স নির্মাণ, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেল নির্মাণ, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ, জেলা ও বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিসের ভবন নির্মাণ, সিলেট- গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ মহাসড়কের ৬৫ কিলোমিটার উন্নয়ন, গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণ-ভাদেশ্বর মহাসড়ক ও চারখাই-শেওলা-বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়কের প্রায় সাড়ে ৪০ কিলোমিটার অংশের উন্নয়ন কাজ। বিকেল ৩টায় জনসভাস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন কর্মসূচী শেষে ৪টা ১০মিনিটে জনসভায় ভাষণ দেন। ৪০ মিনিট বক্তৃতা শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে জনসভাস্থল ত্যাগ করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে যাত্রা করেন। ৫টা ২৬ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
×