ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষা শুরু কাল ॥ আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক

প্রকাশিত: ০৫:৫০, ৩১ জানুয়ারি ২০১৮

এসএসসি পরীক্ষা শুরু কাল ॥ আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক

স্টাফ রিপোর্টার ॥ দশ শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা। এবার আটটি সাধারণ, একটি মাদ্রাসা ও একটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী প্রায় ১৯ লাখ। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এদিকে কোচিং বাণিজ্যে জড়িত কিছু শিক্ষককে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। এবার সকল শিক্ষা বোর্ডে একই প্রশ্নে অনুষ্ঠিত হবে পরীক্ষা। পরীক্ষার প্রশ্ন ফাঁস বন্ধে গত শুক্রবার থেকেই দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। তবে এরই মধ্যে কোচিং সেন্টারের পক্ষে সংবাদ সম্মেলন করে তাদের প্রতিষ্ঠান খোলা রাখার দাবি তোলা হয়েছে। সরকারের ঘোষণা অনুসারে কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্রত্যেক পরীক্ষার্থীর কেন্দ্রে প্রবেশও বাধ্যতামূলক। পরীক্ষার সময় ফেসবুকসহ সকল সামাজিক মাধ্যম সাময়িক বন্ধ রাখার বিষয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত এসব মাধ্যম বন্ধ রাখার কোন উদ্যোগ নেয়া হয়নি। বন্ধ রাখা হচ্ছে না বলে ইঙ্গিতও দিয়েছেন কর্মকর্তারা। এবার সকল বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়ার কারন ব্যাখ্যা করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশে আটটি সাধারণ শিক্ষাবোর্ডে প্রতিটিই আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ায় কোন কোন বোর্ডের শিক্ষার্থীরা মাঝেমধ্যেই খারাপ ফল করেছে বা অন্য বোর্ডের শিক্ষার্থীর তুলনায় নম্বর কম পেয়েছে। এতে বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে শিক্ষার্থীরা। এবারের পরীক্ষায় অভিন্ন প্রশ্নে সকলেই পরীক্ষা দিতে পারবে। একই প্রশ্নে পরীক্ষা নেয়ায় ফলাফলে তারতম্য থাকবে না বলে উচ্চশিক্ষায় ভর্তিচ্ছুদের সমসুযোগ সৃষ্টি হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শুধু কেন্দ্রে প্রবেশ নয়, অবশ্যই সিটে বসতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই প্রশ্নের প্যাকেট খোলা হবে। এর আগে কেউ প্রশ্নের প্যাকেট খুললে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেব। ঠিক সময়ে কেন্দ্রে পৌঁছতে যানজট কিংবা পরীক্ষা কেন্দ্র দূরে হলে তা আগে থেকেই বিবেচনায় নিয়ে বাসা থেকে রওনা হওয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। কেন্দ্রে মোবাইল ব্যবহারে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, কেবল কেন্দ্র সচিব একটি সাধারণ ফোন (স্মার্ট ফোন নয়) সঙ্গে রাখতে পারবেন। অন্য কেউ কোন ধরনের মোবাইল সঙ্গে রাখতে পারবেন না। আমরাও পরীক্ষা কেন্দ্রে গেলে মোবাইল বাইরে রেখে যাব। কোচিং সেন্টার বন্ধের ঘোষণা প্রত্যাহারের দাবি ॥ এদিকে কোচিং সেন্টার বন্ধের ঘোষণা প্রত্যাহারসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে কোচিং এ্যাসোসিয়েশন বাংলাদেশ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ দাবিগুলো তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক মোঃ ইমাদুল হক। কোচিং বাণিজ্যে জড়িতদের ঢাকার বাইরে বদলি ॥ দুর্নীতি দমন কমিশনের রিপোর্টে কোচিং বাণিজ্যে সম্পৃক্ত রাজধানীর চার সরকারী স্কুলের ২৫ জন শিক্ষককে বদলি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) অধিদফতর। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) সুপারিশ করেছিল। অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মোঃ মাহাবুবুর রহমান স্বাক্ষরিত আদেশে ওই ২৫ শিক্ষককে বদলি করা হয়েছে। বদলি হওয়া শিক্ষকদের ২ ফেব্রুয়ারির মধ্যে তাদের পুরনো কর্মস্থল ছাড়তে হবে। বদলির ওই আদেশে দেখা গেছে, মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১২ জন, মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ জন, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের ৪ জন এবং খিলগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষককে ঢাকার বাইরে বগুড়া, শরীয়তপুর, গোপালগঞ্জ, নেত্রকোনা, ফরিদপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, মুন্সীগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, পিরোজপুর, বরগুনা ও জয়পুরহাটের সরকারী বিভিন্ন স্কুলের শূন্যপদে বদলি করা হয়েছে।
×