ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যান রোজেনব্লুম

রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারকে আরও চাপ দেবে আমেরিকা

প্রকাশিত: ০৫:৪৮, ৩১ জানুয়ারি ২০১৮

রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারকে আরও চাপ দেবে আমেরিকা

কূটনৈতিক রিপোর্টার ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপ-সহকারীমন্ত্রী ড্যান রোজেনব্লুম বলেছেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের ওপর আরও চাপ বৃদ্ধি করবে মার্কিন যুক্তরাষ্ট্র। রাখাইনে নৃশংসতার জন্য দায়ী মিয়ানমারের জেনারেলদের ওপর বিধি নিষেধ আরোপ করবে দেশটি। এছাড়া আন্তর্জাতিক বিধি অনুযায়ী ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল’ শীর্ষক এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপ-সহকারী মন্ত্রী ড্যান রোজেনব্লুম বিস মিলনায়তনে দুই ঘণ্টাব্যাপী বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। বিস আয়োজিত এই অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, বিস চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ ও বিস মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে মুখোমুখি হয়ে ড্যান রোজেনব্লুম বলেন, রাখাইনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ও নিরাপদে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য আমরা আহ্বান জানিয়ে আসছি। তবে রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের ওপর আরও চাপ বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে। সেখানের নৃশংসতার জন্য দায়ী সামরিক কর্মকর্তাদের ওপর বিধি নিষেধ আরোপ করবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আমরা আমাদের কাজ অব্যাহত রেখেছি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত মার্শা বার্নিকাট বলেন, রাখাইনে নৃশংসতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রাখাইনের নৃশংসতার পেছনে দায়ীদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন। আমরা এ বিষয়ে কাজ করছি। এছাড়া রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তাও অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
×