ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমানতের ঋণ বিতরণে সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০৪:৩২, ৩১ জানুয়ারি ২০১৮

আমানতের ঋণ বিতরণে সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ এখন থেকে প্রচলিত ব্যাংকগুলো আমানতের ৮৩.৫০ শতাংশ ও ইসলামী শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলো ৮৯ শতাংশ ঋণ দিতে পারবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগের এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাটি দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলোর দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে রক্ষিতব্য সিআরআর এবং দৈনিক ভিত্তিতে রক্ষিতব্য এসএলআর বাদে বিনিয়োগযোগ্য তহবিল দাড়ায় ৮০ দশমিক ৫০ শতাংশ, যা ইসলামী শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক এবং প্রচলিত ধারার ব্যাংকের ইসলামী ব্যাংকিং কার্যক্রমের জন্য ৮৮ শতাংশ। তবে, মুলধন ভিত্তি, তারল্য পরিস্থিতি, আন্ত:ব্যাংক নির্ভরশীলতা এবং সর্বোপরি এলসিআর ও এনএসএফআর সংরক্ষণের বিষয়টি বিবেচনায় রেখে ব্যাংকের পরিচালনা পর্ষদ উল্লিখিত হারের সঙ্গে সর্বোচ্চ ৪ দশমিক ৫ শতাংশ (ইসলামী ব্যাংকের জন্য ২ শতাংশ) যোগ করে এডিআর ও আইডিআরের সর্বোচ্চ মাত্রা নির্ধারণ করতে পারবে। নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত প্রচলিত ধারার ব্যাংকের জন্য অগ্রিম আমানত হার (এডিআর) সর্বোচ্চ ৮৩ দশমিক ৫০ শতাংশ এবং ইসলামী শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকের সর্বোচ্চ বিনিয়োগ আমানত হার (আইডিআর) ৮৯ শতাংশ।
×