ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৬০ শতাংশ কোম্পানির দর কমেছে

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:২৫, ৩১ জানুয়ারি ২০১৮

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। এদিন ডিএসইর সব সূচকে পতন হয়েছে। কমেছে ৬০ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচকে পতন হয়েছে। এদিন লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এসময় ৫৮.৮০ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে ৩৯৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ৪১৩ কোটি ১৬ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৭ লাখ টাকার। যা আগের দিন হয়েছিল ২১ কোটি ৪৯ লাখ টাকা। ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৬টির বা ২৮.৪৯ শতাংশ কোম্পানির। দর কমেছে ২০১টির বা ৫৯.৬৪ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির বা ১১.৮৭ শতাংশ কোম্পানির। অপরদিক সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৯টির বা ২৯.৬১ শতাংশ, কমেছে ১৩৭টির বা ৫৮.৮০ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির বা ১১.৫৮ শতাংশ কোম্পানির। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬১২৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ ১১ পয়েন্ট ও ডিএসই ৩০ সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪১৪ ও ২ হাজার ২৬৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ গ্রামীণফোন, সিটি ব্যাংক, মুন্নু সিরামিক, নাহি এ্যালুমিনিয়াম, বিডি ফাইন্যান্স, আমরা নেটওয়ার্ক, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউব, পপুলার লাইফ ও ইফাদ অটো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ মুন্নু জুট স্টাফলার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, মেট্রো স্পিনিং, মুন্নু সিরামিক, তাকাফুল ইন্স্যুরেন্স, নূরানী ডাইং, আলিফ ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্ক, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও আরএসআরএম স্টিল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ বঙ্গজ, শাইনপুকুর সিরামিক, ওয়াইম্যাক্স ইলেকক্ট্রোড, বেক্সিমকো সিনথেটিক, ইমাম বাটন, সায়হাম কটন, নাহি এ্যালুমিনিয়াম, দেশ গার্মেন্টস, এসিআই ফর্মুলেশন ও সিটি ব্যাংক। এদিকে অপর বাজার চট্টগ্রামেও একই অবস্থা বিরাজ করেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৮৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১৫, সিএসই-৩০ সূচক ১৫২, সিএসসিএক্স ৯৪ ও সিএসআই ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৩২, ১৭ হাজার ১১৮, ১১ হাজার ৪০৮ ও ১ হাজার ২৬৪ পয়েন্টে। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, এসিআই ফর্মুলেশন, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো, ড্রাগন সোয়েটার, লাফার্জ সুরমা সিমেন্ট ও শাহজালাল ইসলামী ব্যাংক।
×