ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিলামে পিকাসোর ছবি!

প্রকাশিত: ০৪:২৪, ৩১ জানুয়ারি ২০১৮

নিলামে পিকাসোর ছবি!

হংকংয়ে পিকাসোর একটি ছবি প্রথমবারের মত নিলামে উঠেছে। আশা করা হচ্ছে এর দাম ৫০ লাখ সিঙ্গাপুরী ডলার উঠবে। ছবিটিতে পিকাসো ফরাসি প্রেমিকা ম্যারি থেরেসা ওয়ালটারের প্রতিকৃতি আঁকা হয়েছে। পিকাসোর বাড়ির কর্মী হিসেবে কাজ করার সময় ওয়ালটারের সঙ্গে পিকাসোর সম্পর্ক তৈরি হয়। যখন তার বয়স ১৭ বছর তখন তিনি আত্মহত্যা করেন। গুয়েরনিকা আঁকার আগে ওয়ালটারের ছবিটি আঁকেন পিকাসো। -এএফপি ডুরিয়ানের জনপ্রিয়তা বাড়াতে... সিঙ্গাপুরের খাদ্যরসিকদের জন্য মাও শান ওয়াং কোম্পানি গ্রীষ্মম-লীয় ফল ডুরিয়ানের বিভিন্ন পদ উপস্থাপন করেছে। পৃষ্ঠপোষকরা ফলটির বাইরের অংশকে ব্যবহার করে একে জনপ্রিয় করার চেষ্টা করে যাচ্ছেন। ফলটি মোজার দুর্গন্ধযুক্ত ও পেঁয়াজের ঝাঁজের জন্য বিখ্যাত। কোম্পানিটি ফলটিকে ডেজার্টে ব্যবহার করে। এমনকি কচি ফলটিও ব্যবহৃত হচ্ছে। চিকেন নাগেট, পিৎজার ওপরে ডুরিয়ানের রসালো অংশ ব্যবহার করা হয়। ভাজার সময় ডুরিয়ানের সস, পাস্তা ও অন্যান্য খাবার তৈরিরও চেষ্টা চলছে। -এএফপি
×