ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এফবিআই উপপরিচালক এ্যান্ড্রু ম্যাকাবির পদত্যাগ

প্রকাশিত: ০৪:২৪, ৩১ জানুয়ারি ২০১৮

এফবিআই উপপরিচালক এ্যান্ড্রু ম্যাকাবির পদত্যাগ

মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেসনের (এফবিআই) উপপরিচালক এ্যান্ড্রু ম্যাকাবি পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ডেমোক্র্যাট পার্টির পক্ষের লোক বলে অভিযোগ করায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। সরকারী একটি সূত্র সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। -এএফপি ম্যাকাবি তাৎক্ষণিকভাবে তার দায়িত্ব পালন করা বন্ধ করে দিয়েছেন। তবে অবসর সুবিধা পেতে আগামী মার্চ পর্যন্ত তিনি এফবিআইয়ের তালিকায় থাকবেন। ধারণা করা হচ্ছিল সংস্থাটিতে দুই দশক ধরে কাজ করার পর ৪৯ বছর বয়সী ম্যাকাবি অবসর ভাতা পাওয়ার পুরোপুরি যোগ্য হলেই চলতি বছরেই দায়িত্ব ছেড়ে দেবেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ম্যাকাবি আশা করেছিলেন তিনি অবসরের আগ পর্যন্ত নিজ পদে দায়িত্ব পালন করে যাবেন। তবে এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে তাকে আগেভাগেই সরে যেতে চাপ দেন।
×