ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তি পেলেন রিজ হোটেলে আটক সৌদি ধনাঢ্যরা

প্রকাশিত: ০৪:২৩, ৩১ জানুয়ারি ২০১৮

মুক্তি পেলেন রিজ হোটেলে আটক সৌদি ধনাঢ্যরা

দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বছরের শেষ দিক থেকে রিয়াদের জমকাল রিজ কার্লটন হোটেলে আটকে রাখা ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের ছেড়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে সরকারী এক কর্মকর্তা জানান, তদন্ত শেষে সন্দেহভাজন প্রিন্স, সরকারী কর্মকর্তা ও ব্যবসায়ীদের ছেড়ে দেয়া হয়েছে।-ইয়াহু নিউজ গত বছরের নবেম্বরের শুরুতে সৌদি আরবের প্রশাসন দুর্নীতিবিরোধী সর্বাত্মক অভিযান শুরু করার পর কয়েক ডজন প্রিন্স, সাবেক মন্ত্রী, সরকারী কর্মকর্তা ও ধনী ব্যবসায়ীকে রাজধানী রিয়াদের বিখ্যাত রিজ কার্লটন হোটেলের ভেতরে কার্যত বন্দি করে রাখা হয়। নতুন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দায়িত্ব নেয়ার কয়েক মাসের মধ্যে রাজকীয় ডিক্রি জারি করে এ অভিযান শুরু হয়। কর্তৃপক্ষ পরে জানায়, সন্দেহভাজনদের সঙ্গে সমঝোতার মাধ্যমে তারা প্রায় ১০০ বিলিয়ন ডলার আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন, তেলের দাম কমে যাওয়ায় বিপর্যন্ত অর্থনীতিকে চাঙ্গা করতে যা কাজে দেবে।
×