ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝুঁকিপূর্ণ দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৪:২৩, ৩১ জানুয়ারি ২০১৮

ঝুঁকিপূর্ণ দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

গত বছরের অক্টোবরে উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যা দিয়ে যে ১১টি দেশের শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র, সোমবার তা তুলে নেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। দেশগুলোর শরণার্থীদের এখন ট্রাম্প প্রশাসনের জারি করা নতুন নিরাপত্তা মানদ- অতিক্রম করতে হবে বলেও জানিয়েছেন তিনি। খবর গার্ডিয়ান। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি কার্সজেন নিয়েলসন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১০টি দেশ ও উত্তর কোরিয়ার শরণার্থীদের এখন থেকে ‘ঝুঁকিভিত্তিক মূল্যায়ন’ কার্যক্রমে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। ‘কারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে তা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অতিরিক্ত এ নিরাপত্তা ব্যবস্থা বাজে অভিনেতাদের জন্য আমাদের শরণার্থী কর্মসূচীর সুবিধা নেয়া কঠিন করে তুলবে,’ সোমবার ওয়াশিংটনের এক অনুষ্ঠানে বলেন নিয়েলসন।
×