ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৫৭ ধারা বাতিল হলেও মামলা বাতিল হবে না ॥ আইজি

প্রকাশিত: ০৬:০৭, ৩০ জানুয়ারি ২০১৮

৫৭ ধারা বাতিল হলেও মামলা বাতিল হবে না ॥ আইজি

স্টাফ রিপোর্টার ॥ ৫৭ ধারা বাতিল হলেও এই ধারায় দায়ের হওয়া মামলাগুলো বাতিল হবে না। মামলাগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে। সোমবার দুপুরে পুলিশ সদর দফতরে ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এ কথা বলেন। এ সংক্রান্ত নতুন আইন সম্পর্কে পুলিশ প্রধান না দেখে কোন মন্তব্য করা ঠিক হবে না বলে জানান। বইটি সম্পর্কে তিনি বলেন, পুলিশ সদস্যরা যাতে সে সময়ের পুলিশ বাহিনীর অবদান সম্পর্কে জানতে পারে সেজন্যই এই প্রচেষ্টা। পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশ প্রথম যে প্রতিরোধ গড়ে তোলে, তার পেছনের মনোবল ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। অনুষ্ঠানে পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সোমবার মন্ত্রিসভায় জেলজরিমানার বিধান রেখে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। আইনটি সংসদে পাস হলে আইসিটি এ্যাক্টের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা পুরোপুরি বিলুপ্ত করা হবে।
×