ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান

প্রকাশিত: ০৫:৩০, ৩০ জানুয়ারি ২০১৮

শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ^বিদ্যালয়ে কলেজসমূহের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সোমবার গাজীপুরস্থ একাডেমিক ভবনের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয়ের তত্ত্বাবধানে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট-এর আওতায় অধিভুক্ত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কলেজে ইংরেজি, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান ও সমাজকর্ম বিষয়ে পাঠদানকারী ২য় ব্যাচের শিক্ষকগণের এ প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। সমাপনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কেন্দ্রের ডিন প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রো-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশীদ, ইংরেজি বিষয়ের কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজিম আজিজ চৌধুরী, ব্যবস্থাপনা বিষয়ের কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাকের আহমেদ, পদার্থবিজ্ঞান বিষযের কোর্স উপদেষ্টা বাংলাদেশ জার্মান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ ও সমাজকর্ম বিষয়ের কোর্স উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন বক্তব্য রাখেন।
×