ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেসবুকের নতুন চমক

প্রকাশিত: ০৫:২৯, ৩০ জানুয়ারি ২০১৮

ফেসবুকের নতুন চমক

ঘণ্টা, মিনিট, সেকেন্ডের মতো সময়ের নতুন আরেকটি একক খুঁজে নিয়েছে ফেসবুক। নতুন এককটির নাম দেয়া হয়েছে ফ্লিক। এটা ন্যানো সেকেন্ডের চেয়ে কিছুটা বড়। ১ সেকেন্ডের ৭০ কোটি ৫৬ লাখ ভাগের ১ ভাগকে ফ্লিক বলা হচ্ছে। অন্যদিকে ন্যানো সেকেন্ড হলো ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ। সময়ের এ এককটি মূলত প্রোগ্রামারদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে। -বিবিসি আলোচিত ছবি ক্লোনিং বানর সাম্প্রতিক সময় বিশ্বজুড়ে আলোচিত ঘটনার ওপর নির্বাচিত হয়েছে বেশ কিছু ছবি। তার মধ্যে এ সপ্তাহে বিশ্বে প্রথম ক্লোনিং বানরের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবচেয়ে বেশি ভাইরাল হয়। চীনের বিজ্ঞানীরা কয়েক সপ্তাহ আগে গবেষণাগারে ঝং ঝং এবং হুয়া হুয়া নামের বিশ্বে প্রথম ক্লোনিং-এর মাধ্যমে একজোড়া বানরের জন্ম দিয়েছেন। এর আগে স্কটল্যান্ডের প্রাণী বিজ্ঞানীরা ডলি নামের ক্লোন ভেড়ার জন্ম দেন। -বিবিসি
×