ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নভোএয়ারের বহরে আরেকটি উড়োজাহাজ

প্রকাশিত: ০৫:২৮, ৩০ জানুয়ারি ২০১৮

নভোএয়ারের বহরে আরেকটি উড়োজাহাজ

স্টাফ রিপোর্টার ॥ দেশের শীর্ষস্থানীয় বেসরকারী বিমান সংস্থা নভোএয়ার-এর বহরে ৬৮টি আসন বিশিষ্ট অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের আরেকটি উড়োজাহাজ যুক্ত হয়েছে। এ নিয়ে নভোএয়ার এর বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা পাঁচ-এ উন্নীত হলো। উড়োজাহাজটি সোমবার সকাল ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নভোএয়ারের চেয়ারম্যান ফয়জুর রহমান এমপি, ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলমসহ পরিচালকবৃন্দ ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে নভোএয়ার। এছাড়াও আঞ্চলিক গন্তব্যে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রতিদিন ৫টি, কক্সবাজার ৩টি, যশোর ৩টি, সিলেট ১টি, সৈয়দপুর ৩টি ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। সংসদে পাস ৬ বিলে রাষ্ট্রপতির সম্মতি সংসদ রিপোর্টার ॥ একই পরিবারের চারজনকে পরিচালনা বোর্ডে রাখার বিধান করে জাতীয় সংসদে পাস হওয়া আলোচিত ব্যাংক-কোম্পানি (সংশোধন) বিলসহ নতুন ৬ বিলে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। সোমবার সংসদ সচিবালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া বিলগুলো হচ্ছে- মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন (সংশোধন) বিল- ২০১৮, বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস্ এ্যান্ড সার্জনস্ বিল- ২০১৮, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিল- ২০১৮, কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিল- ২০১৮ এবং বীজ বিল-২০১৮।
×