ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুটো দাবি মানায় বিমানের ক্যাজুয়াল শ্রমিকদের আন্দোলন স্থগিত ঘোষণা

প্রকাশিত: ০৫:২৮, ৩০ জানুয়ারি ২০১৮

দুটো দাবি মানায়  বিমানের ক্যাজুয়াল শ্রমিকদের আন্দোলন স্থগিত ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ স্থায়ী শ্রমিকদের মতোই ওভারটাইম প্রদান ও দুর্ঘটনা ভাতা পরিশোধের দাবি মানায় আন্দোলনের কর্মসূচী স্থগিত ঘোষণা করেছে বিমানের ক্যাজুয়াল শ্রমিকরা। আগামী ৭ মার্চ পর্যন্ত এ কর্মসূচী স্থগিত ঘোষণা করা হয়। এ সময়ের মধ্যে অন্যান্য দাবি দাওয়া মেনে নেয়ার পর আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করা হবে। সোমবার বলাকা ভবনে বিমানের সিবিএ-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে দু’ঘণ্টার বৈঠকের পর যৌথভাবে এ ইশতেহার ঘোষণা করা হয়। বৈঠক শেষে বিমান শ্রমিক লীগের প্রধান ও সিবিএ সভাপতি মশিকুর রহমান জনকণ্ঠকে জানান, প্রাথমিকভাবে বিমান ম্যানেজমেন্ট ক্যাজুয়াল শ্রমিকদের জন্য মূল বেতনের দ্বিগুণ হারে ওভারটাইম পরিশোধ এবং দুর্ঘটনা ভাতা প্রদানের দাবিটি মেনে নিয়েছে। তৃতীয় দাবি ইন্স্যুরেন্সের বিষয়টি ফয়সালা করার জন্য ম্যানেজমেন্ট তিন মাস সময় চাইলে সিবিএ-এর পক্ষ থেকে আগামী ৭ মার্চ পর্যন্ত সময় দেয়া হয়। এ সময়ের মধ্যেই উভয়পক্ষের সম্মতিতে বাকি দাবিগুলোর বিষয়ে একটা সমঝোতা হবে বলে বিমান আশ্বস্ত করেছে। এ দাবি দুটো মেনে নেয়ায় ক্যাজুয়াল শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে আসে। উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ীকরনের দাবিতে আল্টিমেটাম দেয় বিমান শ্রমিক লীগ। ওই দিন বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে আয়োজিত সমাবেশে সিবিএ সভাপতি মশিকুর রহমান ৩১ জানুয়ারির মধ্যে চাকরি স্থায়ী না করলে আন্দোলনে যাওয়ার ডাক দেয়। ইতোমধ্যে ৩১ জানুয়ারির পর থেকে কোন ওভারটাইম না করার সিদ্ধান্ত লেখা পোস্টারে ছেয়ে গেছে বিমানের প্রধান কার্যালয় বলাকা। এ অবস্থায় সোমবার আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসে এসব সিদ্বান্ত নেন ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন এম মোসাদ্দিক আহমেদ।
×