ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে জন্মদিনের অনুষ্ঠান নিয়ে হামলা, ভাংচুর

প্রকাশিত: ০৫:২৭, ৩০ জানুয়ারি ২০১৮

রূপগঞ্জে জন্মদিনের অনুষ্ঠান নিয়ে হামলা, ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৯ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মদিনের অনুষ্ঠানে নাচ-গানকে কেন্দ্র করে দুই গ্রুপের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শুধু তাই নয়, দোকানপাট ও বাড়িঘরে চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট। সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ ও বাকমোরচা এলাকায় ঘটে এ ঘটনা। জানা গেছে, বাকমোরচা ও নাগেরবাগ এলাকাটি পাশাপাশি। গত বৃহস্পতিবার রাতে বাকমোরচা এলাকার আসাদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া কবিরের মেয়ের জন্মদিনের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ছেলে-মেয়েরা নাচ-গান করছিল। নাচ-গানের সময় নাগেরবাগ এলাকার সাকিব মিয়া নামে এক যুবককে অনুষ্ঠান থেকে বের করে দেয় নান্নু নামে এক ব্যক্তি। শুক্রবার এ নিয়ে নান্নুর ছেলে রুবেল মিয়াসহ তার লোকজন সাকিব মিয়াকে চড়থাপ্পড় মারে। পরের দিন শনিবার বিকেলে সাকিব মিয়াসহ তার লোকজন ধারালো ও বিভিন্ন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বাকমোরচা এলাকায় গিয়ে ১০ থেকে ১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে ছুটাছুটি করতে শুরু করে। রবিবার রাতে রুবেলসহ তার লোকজন ধারালো ও বিভিন্ন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে নাগেরবাগ এলাকায় পাল্টা হামলা চালাতে গিয়ে তারাও ১০ থেকে ১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। দুই দফা সশস্ত্র মহড়া দিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার পর সোমবার দুপুরে বাকমোরচা এলাকার রুবেল, আব্দুল্লাহ, কালাম, মাসুম বিল্লাহ, সৌরভসহ তাদের লোকজন সশস্ত্র অবস্থায় নাগেরবাগ এলাকায় হামলা চালায়। এ সময় নাগেরবাগ এলাকার সাকিব, মফিজ, হাসিব, আকাশ, এনামুলসহ তাদের লোকজনও সশস্ত্র অবস্থায় পাল্টা হামলা চালায়।
×