ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে গাড়ির ধাক্কায় শিশুছাত্রী নিহত ॥ গাড়ি ভাংচুর

প্রকাশিত: ০৫:২৫, ৩০ জানুয়ারি ২০১৮

ঠাকুরগাঁওয়ে গাড়ির ধাক্কায় শিশুছাত্রী নিহত ॥ গাড়ি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৯ জানুয়ারি ॥ ঠাকুরগাঁও-ফাড়াবাড়ি সড়কের কালুক্ষেত্র নামকস্থানে সোমবার সড়ক দুর্ঘটনায় এক শিশুছাত্রী নিহত হয়েছে। জানা গেছে, ইয়াকুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ইয়াকুবপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে বিথী আক্তার (৭) দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এসময় ঘটনাস্থলে একটি দ্রুতগামী অটোচার্জার গাড়ি তাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে শিশুটি নিহত হয়। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী অটোচার্জার গাড়িটি ভাংচুরসহ রাস্তায় গাছের গুঁড়ি দিয়ে প্রায় দেড় ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অটোচার্জার গাড়ির চালক সাত্তারকে আটক করে থানায় নিয়ে যায়। পাকুন্দিয়ায় পরিচ্ছন্নকর্মী ॥ নিজস্ব সংবাদদাতা জানান, পাকুন্দিয়ায় বাসের চাপায় পিষ্ট হয়ে সুফিয়া খাতুন (৪৫) নামের ইউএনও অফিসের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। সদরের শোলমারা এলাকার দুলাল মিয়ার স্ত্রী নিহত সুফিয়া পাকুন্দিয়ার ইউএনও অফিসারে অফিস সহায়ক হিসেবে কর্মরত। তাঁর স্বামীও একই অফিসে কর্মরত। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুফিয়াকে পৌর সদরের থানা সড়কের পাশে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস চাপা দেয়। এ সময় বাসের চাকার নিচে পড়ে গেলে সুফিয়ার দুই পা পিষ্ট হয়ে মাংস বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কালকিনিতে চালক ॥ নিজস্ব সংবাদদাতা জানান, কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের কর্নপাড়া নামক স্থানে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জিহাদ মুন্সি (২৮) নামের এক চালক নিহত হয়েছে। সোমবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে।
×