ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

ময়মনসিংহের ৯ রাজাকারের বিরুদ্ধে চার্জের ওপর শুনানি শুরু

প্রকাশিত: ০৫:২২, ৩০ জানুয়ারি ২০১৮

ময়মনসিংহের ৯ রাজাকারের বিরুদ্ধে চার্জের ওপর শুনানি শুরু

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের আব্দুল সালামসহ ৯ রাজাকারের বিরুদ্ধে চার্জের ওপর শুনানি হয়েছে। প্রসিকিউটর আবুল কালাম চার্জের ওপর শুনানি করেন। পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে ১ মার্চ। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ প্রদান করেছেন। এই ৯ রাজাকারে মধ্যে ৬ জন গ্রেফতার আছে। তারা হলো মোঃ আব্দুল সালাম, সুরুজ আলী ফকির, মোঃ ময়েনউদ্দিন ফারুকী, মোঃ আব্দুর রহিম ওরফে মোঃ আব্দুর রহিম মাস্টার ওরফে নুর বিএসসি, মোঃ জালাল উদ্দিন ও মোঃ রুস্তম আলী। পলাতক তিনজন হলো শমশের আলী, ফজলুল হক ও সামসুল হক। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, অগ্নিসংযোগসহ মোট ৮ অভিযোগ পাওয়া গেছে। ২০১৬ সালের ১৭ মে থেকে তদন্ত শুরু হয়ে গত বছরের ২৯ মার্চ শেষ হয়েছে। পৃথক চার খ-ে ৪২৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে মুক্তিযুদ্ধের সময় ১০১ জনকে হত্যা, ১১০-১১২টি বাড়িতে অগ্নিসংযোগ, একজনকে ধর্ষণ ও ১২-১৩ জনকে নির্যাতনে গুরুতর আহত করার তথ্য-প্রমাণ রয়েছে। আসামিদের গত বছর ৮ আগস্ট বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। আসামিরা মুক্তিযুদ্ধের সময় আলবদর ও রাজাকার বাহিনীর সদস্য ছিল। তাদের মধ্যে একজন আওয়ামী লীগের সমর্থক রয়েছে বলে তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে।
×