ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভুলের অধিকারে স্বীকৃতি ...

প্রকাশিত: ০৪:৫২, ৩০ জানুয়ারি ২০১৮

ভুলের অধিকারে স্বীকৃতি ...

ফরাসী সরকার ভুল করার অধিকারকে স্বীকৃতি দেয়ার চিন্তাভাবনা করছে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে নাগরিকরা একবারই ভুল করতে পারবে। এজন্য থাকবে না কোন শাস্তি। তবে বার বার ভুল করা যাবে না। বিশ্বাসভাজন সমাজ গড়ে তুলতে এই সিদ্ধান্ত। ভুল ইচ্ছাকৃত কিনা সে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। -জি নিউজ পরিবেশ দূষণে জরিমানা কাতারে পরিবেশ দূষণ অমার্জনীয় অপরাধ বলে গণ্য হবে। নতুন পরিচ্ছন্নতা আইন বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে। এজন্য পৌরসভা ও পরিবেশ মন্ত্রণালয়ের একটি বিশেষ দল মাঠে থাকবে। এরা নির্বাহী বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। পরিবেশ দূষণে দোষীদের সর্বনিম্ন তিন শ’ থেকে ছয় হাজার রিয়াল জরিমানা করার বিধান রয়েছে। এছাড়া আচরণ পরিবর্তনে ব্যর্থ হলে এক বছরের জেল ও সর্বোচ্চ ২৫ হাজার রিয়াল জরিমানা দিতে হবে। -ইন্টারনেট
×