ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ত্র রফতানিতে শীর্ষ দশে থাকতে চায় অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৪:৫১, ৩০ জানুয়ারি ২০১৮

অস্ত্র রফতানিতে শীর্ষ দশে থাকতে চায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সোমবার সিডনিতে সাংবাদিকদের জানিয়েছেন, সামরিক সরঞ্জাম তৈরিতে সরকারী ঋণ তিন শ’ ৮০ কোটি অস্ট্রেলিয়ান ডলারে (৩১০ কোটি মার্কিন ডলার) উন্নীত করা হয়েছে। এই প্যাকেজের অধীনে বিশ্বব্যাপী শীর্ষ দশ প্রতিরক্ষা সরঞ্জাম রফতারিকারক দেশ হিসেবে পরিণত হবে অস্ট্রেলিয়া। খবর চ্যানেল নিউজ এশিয়ার। অস্ট্রেলিয়া জানায়, ২০১৬ সাল থেকে তারা প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করে আসছে। ২০২১ সালে এই ব্যয় তিন হাজার কোটি অস্ট্রেলিয়ান ডলারে উন্নীত হবে। প্রতিরক্ষা সরঞ্জামের মধ্যে রয়েছে ফ্রিগেট কেনা, সাঁজোয়া যান, যুদ্ধবিমান, ড্রোন ও নতুন সাবমেরিন সমুদ্রে ভাসানোর ব্যবস্থা করা। এর অনেকগুলো আবার দেশীয়ভাবে তৈরি করা হবে। ঐতিহ্যগতভাবে প্রতিরক্ষা শিল্পের বিকাশে ঋণদাতাদের কাছে অর্থ ছাড়ে ধর্না দিতে হয়। যারা এই শিল্পে তহবিল দিতে অনিচ্ছুক। তাই অস্ট্রেলিয়ার সামরিক সরঞ্জাম রফতানি করার জন্য তিন শ’ ৪০ কোটি অস্ট্রেলিয়ান ডলারের ঋণ প্রকল্প তৈরি করা হয়েছে। টার্নবুল বলেন, অস্ট্রেলিয়া অস্ত্র রফতানিতে ২০তম দেশ। আমাদের প্রতিরক্ষা বাজেটের আকার বাড়ানো হলে আমরা এক্ষেত্রে আরও উন্নতি করব।
×