ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৫ ফেব্রুয়ারি শুরু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ

প্রকাশিত: ০৪:৩৮, ৩০ জানুয়ারি ২০১৮

৫ ফেব্রুয়ারি শুরু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ প্লেয়ার্স ড্রাফট শেষ, ক্লাবগুলোও দল সাজিয়েছে। এবার শুধু ব্যাট-বলের লড়াইয়ে নামার পালা। আগেই জানানো হয়েছিল ৫ ফেব্রুয়ারি মাঠে গড়াতে পারে দেশের সেরা ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল)। সোমবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ ক্লাবগুলোর সঙ্গে সভা শেষে নিশ্চিত করলেন ৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ডিপিএল। প্রতিদিন তিন ম্যাচ অনুষ্ঠিত হবে তিন ভেন্যুতে। এরপর মাঝে একদিন থাকবে বিরতি। যদি কোন ম্যাচ নির্দিষ্ট দিনে শেষ না করা যায়, মাঝের ওই বিরতির দিনটিকে রিজার্ভ ডে হিসেবে ব্যবহার করে অসমাপ্ত ম্যাচটি শেষ করা হবে বলে জানিয়েছেন ইনাম। তবে চূড়ান্ত সময়সূচী ২/১ দিনের মধ্যেই জানানো হবে। বরাবরের মতোই এবারও ডিপিএলে অংশ নিচ্ছে ১২ ক্লাব। আর এই ক্লাবগুলোর কোচ, ম্যানেজার, অধিনায়কত ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন ইনাম। মূলত খেলার কন্ডিশন, নিয়মনীতি এবং বিভিন্ন দিক নিয়েই আলোচনা হয়। এ বিষয়ে ইনাম বলেন, ‘আমরা যে তারিখে ক্রিকেট মৌসুমের শুরু করতে চেয়েছিলাম সেটা করতে পারছি। এবারের ঢাকা প্রিমিয়ার লীগ শুরু হবে ৫ ফেব্রুয়ারি। সুপার লীগের আগে আমাদের প্রথম রাউন্ডের পুরো খেলাটা শেষ হয়ে যাবে মার্চের ২০ তারিখ। আপাতত বিকেএসপি ও ফতুল্লায় খেলা হবে। আবাহনী মাঠে খেলা হওয়ার বিষয়ে তাদের সঙ্গে কথা চলছে। ওই মাঠের কিছু উন্নয়ন কাজ করতে হবে। সেটা করা গেলে তবেই বলা যাবে।’ ইনাম জানান তিন ভেন্যুতে (বিকেএসপির দুটি) প্রতিদিন মোট ৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর একদিন থাকবে বিরতি। ক্লাবের খেলোয়াড়, কোচদের জন্য পোশাক-পরিচ্ছদেরও একটা নির্দিষ্ট নীতিমালা দেয়া হয়েছে। নীতিমালার হ্যান্ডবুকও দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। ইনাম বলেন, ‘আমাদের এবারের সূচীটা যেভাবে করা হয়েছে, আমাদের প্রত্যেকটা দিন খেলা হবে তিনটা মাঠে; ছয়টা টিম খেলবে। এরপর একদিন বিরিত থাকবে, তারপরে আবার খেলা হবে আবার বিরতি থাকবে। যেহেতু বিরতিটা বিশ্রামের দিন হিসেবে থাকবে আমরা সেটাকে রিজার্ভ ডে গণ্য করব। কোন কারণে যদি এই বিরতির দিনেও খেলা না হয় তাহলে পয়েন্ট ভাগাভাগি হবে। ম্যাচ বডিলি শিফট হবে না।’ এছাড়া সুপার লীগের ম্যাচ সম্প্রচারের জন্য দুয়েকটি টিভি চ্যানেলের সঙ্গেও আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন ইনাম। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শেষ হলে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেও খেলা রাখা হবে বলে জানিয়েছেন তিনি। আর প্রতিদল একজন করে বিদেশী খেলাতে পারবে। তবে যতজনকে খুশি দলে নিতে পারবে ক্লাবগুলো। কোন ক্লাব থেকে অন্য ক্লাবে যেতে চাইলে বিদেশী খেলোয়াড়দের অনুমোদনের প্রয়োজনও পড়বে না।
×