ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেষ ষোলোতে চেলসি-ম্যানসিটি

প্রকাশিত: ০৪:৩৮, ৩০ জানুয়ারি ২০১৮

শেষ ষোলোতে চেলসি-ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে দুই ফেবারিট চেলসি ও ম্যানচেস্টার সিটি। রবিবার রাতে চতুর্থ রাউন্ডের ম্যাচে (শেষ ৩২) চেলসি ৩-০ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ও ম্যানসিটি ২-০ গোলে হারিয়েছে কার্ডিফ সিটিকে। দ্বিতীয় সারির দল কার্ডিফের বিপক্ষে সিটি দুটি গোলই পায় ম্যাচের প্রথমার্ধে। প্রতিপক্ষেল মাঠে ম্যাচের অষ্টম মিনিটে বুদ্ধিদীপ্ত ফ্রিকিকে ম্যানসিটিকে দলকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইনে। সামনে দেয়াল তৈরি করা খেলোয়াড়রা লাফিয়ে উঠলে তাদের পায়ের নিচ দিয়ে বেলজিয়ামের এই ফরোয়ার্ড নিচু শটে বল জালে পাঠান। ৩৭ মিনিটে বানার্ড সিলভার দারুণ ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিং। যোগ করা সময়ের শেষ মুহূর্তে স্বাগতিকদের ইংলিশ ডিফেন্ডার জো বেনেট দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচ শেষে সিটি কোচ পেপ গার্ডিওলা বলেন, দলের পারফর্মেন্সে আমি খুশি। আমরা সঠিক পথেই আছি। সব আসরে আমাদের সম্ভাবনা আছে। আমরা সবগুলোতেই সর্বোচ্চ সাফল্য পেতে চায়। জিতলেও ম্যাচে চোট পেয়েছেন ম্যানসিটি তারকা সানে। তাকে মারাত্মকভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডে দেখে মাঠ ছাড়েন কার্ডিফের জো বেনেট। এ নিয়ে গোস্সা করেন গার্ডিওলা। তিনি বলেন, সানেকে কমপক্ষে দুই সপ্তাহ বাইরে থাকতে হবে। এটা তিন সপ্তাহ বা তারও বেশি হতে পারে। বিষয়টি মোটেও ভাল না। খেলোয়াড়েরা দিনের পর দিন মারাত্মক ফাউলের শিকার হচ্ছেন। রেফারিদের উচিত খেলোয়াড়দের স্বার্থটা দেখা। না হলে ফুটবল ক্ষতিগ্রস্ত হবে। আগের দিন ইংলিশ ফুটবলের দ্বিতীয় সেরা এই আসর থেকে ছিটকে পড়ে সাতবারের চ্যাম্পিয়ন লিভারপুল। জার্গেন ক্লপের দলকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠেছ ওয়েস্টব্রুমউইচ এ্যালবিওন। ঘরের মাঠ লন্ডনের স্টামফোর্ড ব্রিজে নিউক্যাসেলের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে চেলসি। প্রথমার্ধে মিচি বাটশুয়াইয়ের জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেন মার্কোস এ্যালোনসো। ম্যাচের ৩১ মিনিটে আলোনসোর বাড়ানো বলে অনায়াসে ব্লুজদের এগিয়ে দেন বাটশুয়াই। ৪৪ মিনিটে বেলজিয়ামের এই ফরোয়ার্ডের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায়। বিরতির পর ৭২ মিনিটে বাঁ পায়ের দৃষ্টিনন্দন ফ্রিকিকে ব্যবধান আরও বাড়িয়ে চেলসির জয় নিশ্চিত করেন স্প্যানিশ ডিফেন্ডার এ্যালোনসো। ম্যাচ শেষে দলের খেলায় সন্তোষ প্রকাশ করেন চেলসি কোচ এ্যান্টোনিও কন্টে। ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন হলেও এবার তা ধরে রাখা হচ্ছে না অনেকটাই নিশ্চিত। অন্যান্য আসরেও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই ব্লুজরা। যে কারণে চলমান মৌসুম ট্রফি জিততে হলে এফএ কাপেই ভরসা। এ কারণে ঐতিহ্যবাহী আসরে পাখির চোখ চেলসির। এ বিষয়ে কন্টে বলেন, আমরা এবার শুরু থেকে ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। এজন্য এখানে (এফএ কাপ) আমরা বাড়তি গুরুত্ব দিচ্ছি। এ লক্ষ্যে এখন পর্যন্ত দল কক্ষপথেই আছে। আশা করছি আমরা কাক্সিক্ষত গন্তব্যে যেতে পারব। তবে আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই।
×