ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়ের বিকল্প নেই আজ সাইফ স্পোর্টিংয়ের

প্রকাশিত: ০৪:৩৭, ৩০ জানুয়ারি ২০১৮

জয়ের বিকল্প নেই আজ সাইফ স্পোর্টিংয়ের

রুমেল খান ॥ ঘরের মাঠে বাগে পেয়েও প্রতিপক্ষকে হারানো যায়নি। চার-চারবার পোস্টে লাগিয়েও হতে হয়েছে গোলবঞ্চিত। শেষ পর্যন্ত দুভার্গ্যরে হার। এবার খেলা প্রতিপক্ষের মাঠে। ফলাফল কী হবে? আর যাই হোক, জেতাটা যে খুবই কঠিন, তাতে কোন সন্দেহ নেই। কিন্তু সবকিছুকে একপাশে সরিয়ে রেখে আত্মবিশ্বাস নিয়েই মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছেছে বাংলাদেশের ফুটবল দল সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। সেখানে আজ তারা এএফসি কাপের কোয়ালিফাইং রাউন্ডের প্লে অফে মুখোমুখি হবে (ফিরতি ম্যাচে)। বাংলাদেশ সময় রাত ১০টায় তাদের প্রতিপক্ষ মালদ্বীপের ট্রাস্ট এ্যান্ড কেয়ার ফুটবল ক্লাবের (টিসি স্পোটস)। হোম ম্যাচে গত ২৩ জানুয়ারি ঢাকায় টিসি স্পোর্টসের কাছে ০-১ গোলে হেরে যায় সাইফ। অথচ ওই ম্যাচে সাইফ জিততে পারত কমপক্ষে তিন-চার গোলে। এখন পরের রাউন্ডে (বাছাইপর্বে) যেতে হলে সাইফকে শুধু জিতলেই হবে না, জিততে হবে কমপক্ষে দুই গোলে। ড্র করলেও বিদায়। ১-০ গোলে জিতলে খেলতে হবে বাড়তি সময়। অতিরিক্ত ৩০ মিনিটের খেলা হবে। সেখানেও ফল না হলে নিষ্পত্তি হবে টাইব্রেকারে। বলা যায় মালদ্বীপে আজ সাইফের অগ্নিপরীক্ষা। এই এএফসি কাপের জন্য চট্টগ্রাম আবাহনী থেকে সাত ফুটবলারকে নিয়েছিল সাইফ। এছাড়া নাইজিরিয়ান কিংসেলে চিগোজিকে মোহামেডান থেকে ধার নেয়। বিদেশী ফুটবলারই চার জন। তারপরও ঘরের মাঠে আক্ষেপের হার কারতে হয়েছে সাইফকে। হোম ম্যাচে জাহিদ হোসেন ভাল খেলতে পারেননি। ফলে আজ তাকে বসিয়ে খেলানো হতে পারে মতিন মিয়াকে। এছাড়া চট্টগ্রাম আবাহনীর স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজকেও নেয়া হয়েছে। কোচ আরও কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন। জানিয়েছেন, ‘সব খেলোয়াড় সুস্থ আছে। অনুশীলনে সবাই খুব সিরিয়াস ছিল। সবার মাঝেই জয়ের তৃষ্ণা। আশা করি আমরা জিততে পারব।’ প্রি প্লে অফ বাধা টপকালে ভারতের ব্যাঙ্গালুরু এএফসি ও ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে প্লে অফ খেলবে সাইফ। ওই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৩ ও ২০ ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত ২৩ জানুয়ারি সাইফ-টিসি স্পোর্টস ম্যাচ উপলক্ষে দর্শকদের মাঠে টানতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিল সাইফ স্পোর্টিং। দর্শকদের তারা বিনামূল্যে টিকেট সংগ্রহ করে খেলা দেখার সুযোগ করে দেয়। সেই সঙ্গে সংগৃহীত টিকেট ও কুপনের ড্রয়ে আকর্ষণীয় পুরস্কারও দেয়। জার্সিও উপহার দেয়। তবে অনেক দর্শকই জার্সি পাননি বলে অভিযোগ করেছেন দর্শকরা। র‌্যাফেল ড্রতে পুরস্কার বিজয়ী প্রথম তিনজন মালদ্বীপে তিনদিন তিন রাত ঘুরে আসার সুযোগ পেয়েছেন। বাকি সাতজন পেয়েছেন আইফোনসহ বিভিন্ন স্মার্ট ফোন পুরস্কার। সাইফ স্পোর্টিং ফ্যান ক্লাব জানিয়েছে মালেগামী ভাগ্যবান তিন দর্শকের মধ্যে তিনজনকে পাওয়া গেলেও দুজন যেতে পারবেন না। এদের একজন বিকেএসপির ছাত্র। অন্যজনের পাসপোর্টের মেয়াদ শেষ। যাবেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের ২৬ বছর বয়সী মাহমুদুল হাসান মুন্না। তার সঙ্গে যাবেন সাইফ স্পোর্টিং ফ্যান ক্লাবের আরও তিনজন। এরা হলেনÑ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন যুবায়ের, সাংগঠনিক সম্পাদক ইয়া রাফসি বরকত এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সাত্তার। তারা সবাই মালের উদ্দেশে বিমানে চাপের সোমবার রাতে।
×