ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইপিএল নিলাম

বিস্ময় সন্দীপ, কে এই নেপালী তরুণ?

প্রকাশিত: ০৪:৩৫, ৩০ জানুয়ারি ২০১৮

বিস্ময় সন্দীপ, কে এই নেপালী তরুণ?

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম দিনে দল পাননি টি২০’র বড় বিজ্ঞাপন ক্রিস গেইল, দ্বিতীয় দিনে ক্যারিবিয়ান তারকাকে ভিত্তিমূল্যে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। তামিম ইকবাল তো বটেই, শেষ পর্যন্ত দল পাননি লাসিথ মালিঙ্গা, হাশিম আমলা, মরনে মরকেলের মতো ডাকসাইটে ক্রিকেটার। সেখানে ১৭ বছর বয়সী আনকোড়া নেপালী স্পিনার সন্দীপ লামিচানকে দলে ভিড়িয়েছে দিল্লী ডেয়ারডেভিলস, হোক না সেটা ২০ লাখ রুপীর ভিত্তিমূল্যে। মালিঙ্গা-মরকেলরা যেখানে দল পাননি সেখানে অখ্যাত নেপালীর জায়গা করে নেয়া এবারের আইপিএল নিলামের সবচেয়ে বড় চমক। নিশ্চয়ই জানতে ইচ্ছে হবে কে এই সন্দীপ? গত বছর বাংলাদেশে অনুর্ধ-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তরুণ এই ডানহাতি লেগস্পিনার। হয়েছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। আইরিশদের বিপক্ষে বিশ্বকাপে সেদিন হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করেছিলেন মাত্র ২৭ রানের বিনিময়ে। আসরে ৬ ম্যাচেই নিয়েছিলেন ১৪ উইকেট। এরপরই সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কের নজরে আসেন লামিচান। আইপিএলে দল পেয়ে নেপালের ক্রিকেটেকেই যেন জাগিয়ে তুলেছেন তিনি। দেশটির ক্রিকেট বোর্ডে বইছে আনন্দের বন্যা। মিষ্টি বিতরণ, অনুষ্ঠান অনেক কিছু। এবারের আইপিল নিলামের প্রকৃত চমক আসলে এটাই। আফগানিস্তানের রশিদ খান নয় কোটি টাকায় বিক্রি হয়েছেন পেলেন। মোহাম্মদ নবী ও রশিদ খান আইপিএলের মাধ্যমে রোল মডেলে পরিণত হয়েছেন। বেন স্টোকস যে ১২ কোটি পাবেন কিংবা কিছু ভারতীয় তারকা অনেক টাকা পাবেন, এটা তো জানা কথা। কিন্তু আইপিএলের সত্যিকার গল্প হলো আফগানিস্তানের রশিদ খান আর নেপালের সন্দীপ লামিচানরা। প্রথম দিন দুইবারের ডাকে গেইলকে কিনতে কেউ আগ্রহই দেখায়নি। দ্বিতীয় দিনে তৃতীয়বারের ডাকে তাকে দলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। তাও মাত্র ২ কোটি রুপীতে। অনেক তরুণ অনভিজ্ঞ ক্রিকেটার এর চেয়ে বেশি দাম পেয়েছেন। আর টি২০’র ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলের এই অবস্থা। গেইল তো তবু শেষ মুহূর্তে হলেও দল পেয়েছেন, লঙ্কান গতিদানব লাসিথ মালিঙ্গা কিংবা প্রোটিয়া রান মেশিন হাশিম আমলাকে কিনতে আগ্রহই দেখায়নি কেউ। গত আসরে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আমলা। এছাড়া জস হ্যাজেলউড, মরনে মরকেল কিংবা ভারনন ফিল্যান্ডারের মত টি২০র ফেরিওয়ালারা কেউ সুযোগই পাননি। এমনকি দারুণ ফর্মে থাকা ইংল্যান্ড টেস্ট অধিনায়ক জো রুটকেও কেউ কেনার আগ্রহ দেখায়নি। বিক্রি হননি ভারতীয় পোর ইশান্ত শর্মাও। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি২০ আসরটি সম্ভবত এবার তারুণ্যের জয়গান গাইছে। যেখানে বাড়তি মাত্রা যোগ করেছেন সন্দীপ লামিচান আর রশীদ খানরা।
×