ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এখনও পূর্ণাঙ্গ অটোমেশন হয়নি চট্টগ্রাম কাস্টমস

প্রকাশিত: ০৪:৩০, ৩০ জানুয়ারি ২০১৮

এখনও পূর্ণাঙ্গ অটোমেশন হয়নি চট্টগ্রাম কাস্টমস

অর্থনৈতিক রিপোর্টার ॥ একদিকে চাঙা হচ্ছে বিশ্ব অর্থনীতি। অন্যদিকে অর্থনীতির পরিসর বাড়ায় ঝুঁকিতে পড়ছে বাণিজ্য নিরাপত্তা। কারণ আমদানি-রফতানির কলেবর বৃদ্ধির সুযোগে ফাঁকফোকর কাজে লাগিয়ে রাজস্ব ফাঁকির মনোভাব যেমন বাড়ছে, তেমনি আইনের দোহাইয়ে ব্যবসায় কালক্ষেপণের ঘটনাও ঘটছে। পাশাপাশি দেশের প্রধান রাজস্ব আদায়কেন্দ্র চট্টগ্রাম কাস্টম হাউস এখনও পূর্ণাঙ্গ অটোমেশন হয়নি। চট্টগ্রাম কাস্টম হাউস। আমদানি-রফতানি বাণিজ্যের মূল সমন্বয়ক। সেই সঙ্গে রাজস্ব আদায়ের একক বড় মাধ্যম। এই কাস্টম হাউসে প্রতিদিন বিল অব এন্ট্রি দাখিল হয় প্রায় ৪ হাজার। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে বিপুল ব্যস্ততা। দিনে দিনে আমদানি-রফতানি বাণিজ্য বাড়ছে। তাই আধুনিকায়নের বহু উদ্যোগ ছিল এই কাস্টমস ঘিরে। যার অন্যতম পূর্ণাঙ্গ অটোমেশন। তবে সেটি যেমন পুরোপুরি কার্যকর হয়নি, তেমনি নিরাপদ বাণিজ্য পরিবেশেও রয়ে গেছে ঘাটতি। দেশের সবচেয়ে বড় শুল্ক স্টেশনের কর্ণধার বলছেন, বাণিজ্যে সহজ আর সরলীকরণের পাশাপাশি নিরাপদ পরিবেশ তৈরির মাধ্যমে রাজস্ব সুরক্ষাতে নজর দিচ্ছেন তারা। উদ্যোগ আছে কাগজহীন কাস্টমস করার। চট্টগ্রাম কাস্টমস গত বছর রাজস্ব আদায় করে প্রায় ২৫ হাজার কোটি টাকা। চলতি বছর যা বেড়ে হয়েছে ২৬ হাজার কোটি। তবে লক্ষ্যমাত্রা বাড়লেও রয়ে গেছে জনবল সঙ্কটও। ইউয়াসার সেলস পার্টনার মিট অনুষ্ঠিত অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি প্রস্তুতকারক জাপানী প্রতিষ্ঠান ইউয়াসার সেলস পার্টনার মিট অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় প্রথমবারের মতো ইউয়াসার আয়োজিত এই অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির বিক্রয় অংশীদাররা অংশ নেন। শনিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে টিএসআই গ্রুপ ও ইউয়াসা ব্যাটারি বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, কোম্পানির পরিচালক সৈয়দ সামিউল হক, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ইউয়াসা ব্যাটারি কোম্পানির সারাদেশের বিক্রয়কর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন। সম্মেলনে সেলস পার্টনাররা আনুষ্ঠানিকভাবে তাদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেছেন।
×