ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বেক্সিমকো ফার্মার দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে

প্রকাশিত: ০৪:২৮, ৩০ জানুয়ারি ২০১৮

বেক্সিমকো ফার্মার দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মা লিমিটেড ৬ মাসের (জুলাই-ডিসেম্বর, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে এ তথ্য। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭৪ পয়সা। আর শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর’ ১৭) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৭ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৬৩ টাকা ৭৭ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে ওয়াটা কেমিক্যাল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যাল লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×