ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সচেতনতা বাড়াতে সিএসইর মেলা শুরু ১ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৪:২৭, ৩০ জানুয়ারি ২০১৮

সচেতনতা বাড়াতে সিএসইর মেলা শুরু ১ ফেব্রুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজার সম্পর্কে মানুষকে জানাতে এবং সাধারণ বিনিয়োগকারীদের মাঝে সচেতনতা বাড়াতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩ দিনব্যাপী শেয়ারবাজার ও বিনিয়োগ মেলা শুরু হচ্ছে। চট্টগ্রামের জিইসি কনভেনশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই মেলা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলাতে ৩ ধরনের স্টলের মধ্যে ৬টি প্যাভিলিয়ন, ৮টি মিনি প্যাভিলিয়ন, ৬৯টি জেনারেল স্টল থাকবে। প্যাভিলিয়ন এর তালিকা- লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, পিএইচপি স্টক এ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং। এই মেলায় স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার্স, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানিসহ স্টকহোল্ডাররা অংশগ্রহণ করবে। এ বছর প্রায় ৭০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। এবারের মেলা সিএসইর ৬ষ্ঠ বারের আয়োজন। এর আগে ৩ বার চট্টগ্রামে আয়োজন করা হয়েছিল শেয়ারবাজার ও বিনিয়োগ মেলা। এ ছাড়া ২০০৭ সালে সিলেটে এবং ২০১৪ সালে ঢাকায় শেয়ারবাজার ও বিনিয়োগ মেলার আয়োজন করে সিএসই। সর্বশেষ ২০১৫ সালে চট্টগ্রামে শেয়ারবাজার মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। মেলার তিন দিন বিভিন্ন টেকনিক্যাল সেশন এর মধ্যে প্রথম দিন থাকবে ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং থু্রু ক্যাপিটাল মার্কেট। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, বিশেষ অতিথি বিএসইসির কমিশনার প্রফেসর হেলাল উদ্দিন নিজামী, বিশেষ অতিথি সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম, কি নোট স্পীকার হিসেবে থাকবেন ড. আনোয়ারুল কবির। দ্বিতীয় দিন টেকনিক্যাল সেশনের বিষয় প্রস্পেক্টস এ্যান্ড চ্যালেঞ্জ অব ফাইন্যান্সিং থ্রু ক্যাপিটাল মার্কেট। যেখানে বিশেষ অতিথি থাকবেন বিএসইসির কমিশনার স্বপন কুমার বালা, মাহবুবুল আলম ও কি নোট স্পীকার সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এফসিএ এফসিএমএ। তৃতীয় দিন টেকনিক্যাল সেশনের বিষয় আনলকিং পটেনশিয়াল অব ক্যাপিটাল মার্কেট। উক্ত টেকনিক্যাল সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মেয়র আ জ ম নাসির উদ্দিন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। কি নোট স্পীকার হিসেবে থাকবেন প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসাইন, পিএইচডি, এফসিএ। সেশন পরিচালনায় থাকবেন সিএসইর চেয়ারম্যান এ কে আবদুল মোমেন।
×