ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৬, ৩০ জানুয়ারি ২০১৮

টুকরো খবর

অগ্নিকাণ্ডে দেড়শ’ ছাগলের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নড়াইল ২৯ জানুয়ারি ॥ কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের ভাউড়িরচর গ্রামের জামাল হোসেনের ছাগলের খামারে আগুন লেগে প্রায় দেড় শত ছাগলের মৃত্যু হয়েছে। রবিবার রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যুবদল নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৯ জানুয়ারি ॥ রংপুরে বিস্ফোরক ও নাশকতা মামলায় রংপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তারেক হাসান সোহাগ ও জেলা যুবদলের সাবেক সদস্য সজিব নামের দুই যুবদল নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ আদালতে তারা হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক আলীম আলম রাজি তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যুবদলের এই দুই নেতার নামে বিএনপির ডাকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অবরোধ হরতাল চলাকালে নাশকতা সৃষ্টির অভিযোগে বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। ছাত্রী নিহতের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ জানুয়ারি ॥ সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীর নিহতের প্রতিবাদে সোমবার মানববন্ধন করেছে নওগাঁ সরকারী বিএমসি মহিলা কলেজের শিক্ষক ও ছাত্রীরা। রবিবার দুপুরে ট্রাক্টরের নিচে চাপা পড়ে প্রথম বর্ষের ছাত্রী রাখিমণি নিহত হয়। এদিন বেলা পৌনে ১২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী কলেজের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় ছাত্রীদের সঙ্গে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহফিজুর রহমানসহ সকল শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা অবিলম্বে সকল রাস্তায় চলাচলের অযোগ্য এসব ট্রাক্টর, ভটভটি, নছিমন, করিমন ইত্যাদি যানবাহন অবৈধভাবে চলাচল বন্ধের দাবিসহ রাখিমণির মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার দাবি জানান। তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ২৯ জানুয়ারি ॥ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত টঙ্গীর তুরাগ নদীর দু’তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা আংশিক উচ্ছেদ করা হয়েছে। আদালতের নির্দেশ মোতাবেক টঙ্গীর তুরাগ নদীর দু’তীরে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনাসমূহ উচ্ছেদের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সোমবার উচ্ছেদ অভিযানে নামে। টঙ্গীবাজার ব্রিজ থেকে পশ্চিম উত্তরে এবং টঙ্গী বাজারের পূর্ব দিকে দু’পাড়েই শত শত অবৈধ স্থাপনা গড়ে তুলে নদী দখলকারীরা। নদী দখলকারীদের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছে যে বিশাল তুরাগ নদী এখন একটি খালে পরিণত হয়েছে। অনতিবিলম্বে নদী দখলকারীদের উচ্চেদ করা না হলে অল্প কয়েক বছরের মধ্যে তুরাগ নদীর চিহ্নই থাকবে না।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা বানু শান্তির নেতৃত্বে সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তুরাগ নদীর দু’তীরে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় বিআইডব্লিউটিএ জয়নাল আবেদীন, মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ২০ মণ জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার নীলখোলা নামক এলাকা থেকে ঢাকাগামী যাত্রীবাহী মেঘনা পরিবহনে তল্লাশি চালিয়ে ২০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকাগামী মেঘনা পরিবহনের ওই বাসে তল্লাশি চালিয়ে সাত কার্টন ভর্তি প্রায় ২০ মণ জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
×