ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৪:২৫, ৩০ জানুয়ারি ২০১৮

ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ এসএমই ফাউন্ডেশনের আয়োজনে সোমবার বেলা ১১টায় শহরের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে স্থানীয় পণ্যের প্রভাব-সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠানরত এসএমই পণ্যমেলা উপলক্ষে এই সেমিনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিন উল আহসান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এস. এম. আরিফুজ্জামান। সেমিনারে অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার ডিজিএম আমজাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ এবং জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি (নাসিব)’র সভাপতি ইফতেখার আলী বাবু। আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে কর্মশালা স্টাফ রিপোর্টার নীলফামারী ॥ “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে নিয়ে আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নকল্পে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব আবুল কালাম শামসুদ্দিন। কর্মশালায় প্রধান উপস্থাপক ও সমন্বয়কের ভূমিকা পালন করেন সহকারী প্রকল্প পরিচালক উপ-সচিব রবিউল আলম। কর্মশালায় অংশ নেয় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ.টি.এম আখতারুজ্জামান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি ক্যাপ্টেন হাফিজসহ জেলার ৬ উপজেলার নির্বাহী অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রমুখ।
×