ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা ॥ ধর্ষক আটক

প্রকাশিত: ০৪:২৫, ৩০ জানুয়ারি ২০১৮

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা ॥ ধর্ষক আটক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জে অপহৃত তৃতীয় শ্রেণীর ছাত্রী রোকসানাকে (১০) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রবিবার রাতে পুলিশ বন্দর এলাকা থেকে রায়হান কবির সোহাগ নামে এক যুবককে গ্রেফতার করেছে। পরে সোহাগকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি স্বীকার করে হত্যাকা-ের বর্ণনা দেয়। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মোঃ শরফুদ্দীন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন- থানার ওসি আব্দুস সাত্তার মিয়া ও পরিদর্শক নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন জানান, গত ২৩ জানুয়ারি বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের আরামবাগ এলাকায় থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রী রোকসানা নিখোঁজ হয়। ঘটনায় ওই ছাত্রীর বাবা আশরাফুল ইসলাম ২৪ জানুয়ারি থানায় একটি জিডি করেন। পরে গত ২৬ জানুয়ারি সোনারগাঁও থানা কাইকারটেক ব্রিজ এলাকায় রাস্তার পাশ থেকে একটি প্লাস্টিকের বস্তা ভর্তি এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। লাশটি হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় ছিল। পরে পুলিশ লাশটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। মর্গে গিয়ে রোকসানার পিতা আশরাফুল আলম লাশটি শনাক্ত করেন। এ ঘটনায় ২৭ জানুয়ারি আশরাফুল আলম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তিনি আরও জানান, এ খুনের সঙ্গে জড়িত রায়হান করিব সোহাগকে শনাক্তের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়। রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে অপহরণের অভিযোগ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মহসিন আলী রনি নামের এক যুবক অপহরণের শিকার হয়েছেন। এ ঘটনায় তার পরিবার নগরীর বোয়ালিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। নিখোঁজ ওই ছাত্রলীগ নেতা নগরীর বোয়ালিয়াপাড়া মহল্লার মজিবর সর্দারের ছেলে। অপহৃত মহসিন আলী রনির পরিবারের সদস্যরা জানান, রবিবার সকাল ৯টার দিকে রনি বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। দুপুরে রনির ফোন থেকে তার মোবাইলে মেসেজ আসে। সেখানে লেখা ছিল সে বাড়ির বাইরে আছে। বাড়ির সবাইকে দেখে রাখতে। এ মেসেজ পাঠানোর পর রনির মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এরপর বিকেলে তার মোবাইল থেকে ফোন আসে। তখন রনির কান্না কণ্ঠে তাকে বাঁচার আকুতি জানায়। এরপরে আবার রনির মোবাইল বন্ধ পাওয়া যায়।
×