ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাগমারায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১৫

প্রকাশিত: ০৪:২৪, ৩০ জানুয়ারি ২০১৮

বাগমারায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় প্রতিপক্ষের হামলায় নারী ও আ’লীগ নেতাসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিন জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম সান্টু, আ’লীগ নেতা আলম হোসেন ও সান্টুর মা জহুরা বেওয়া। এর মধ্যে জহুরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সোমবার সকালে উপজেলার মাড়িয়া ইউনিয়নের পয়েসঘোষ গ্রামের জহুরা বেওয়া তার বাড়ির পাশের নিজের জমিতে গরুর মল (গবর) ফেলছিলেন। এ সময় প্রতিবেশী সাহজাহান আলী সেখানে মল ফেলতে বাধা দেয়। সাহজাহান আলীর বাধা উপেক্ষা করে জহুরা তার জমিতে গোবর ফেলে। ওই সময় সাহজাহান আলী, মোজাম্মেল হক, মকলেছুর রহমান, জাকিরুল ইসলাম, আনোয়ার হোসেন সংঘবদ্ধ হয়ে জহুরাকে মারধরের চেষ্টা করে। বিষয়টি জানার পর জহুরার ছেলে ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম সান্টু ঘটনাস্থলে যায়। ওই সময় সাহজাহান আলী তার লোকজন নিয়ে হামলায় চালায়। হামলায় নারীসহ ১৫ জন আহত হয়।
×