ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুর শিক্ষা বোর্ড ভবনে প্রশাসনিক কাজ শুরু

প্রকাশিত: ০৪:২৪, ৩০ জানুয়ারি ২০১৮

দিনাজপুর শিক্ষা বোর্ড ভবনে প্রশাসনিক কাজ শুরু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনে বোর্ডের প্রশাসনিক, পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আমিনুল হক জানান, রবিবার থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডের নবনির্মিত ভবন সদর উপজেলার দিনাজপুর-দশমাইল হাইওয়ে রাস্তার পাশে গোবিন্দপুরে আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কার্যক্রমসহ সব কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার সকালে বোর্ডের অস্থায়ী ৩টি ভাড়ায় থাকা কার্যালয়ের মালামাল নতুন ভবনে স্থানান্তরিত করে কার্যক্রম শুরু করা হয়। এই ভবনে বোর্ডের চেয়ারম্যান, সচিবের প্রশাসনিক দফতর, হিসাব শাখা, পরীক্ষা ও নিরীক্ষা শাখা, কলেজ ও বিদ্যালয় পরিদর্শকের দফতর এবং আইটি শাখা স্থাপন করা হয়েছে। গত ২০০৬ সালের ১০ অক্টোবর দিনাজপুর শিক্ষা বোর্ডের কার্যক্রম অনুমোদন করা হলেও বর্তমান সরকারের শাসনামলে ২০০৯ সালে এসএসসি পরীক্ষা শুরুর মধ্য দিয়ে এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলার প্রায় সাড়ে ৭ হাজার স্কুল ও কলেজের পরীক্ষা গ্রহণের কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছে। নিরাপত্তার লক্ষ্যে আইটি শাখা না থাকায় বিগত কয়েক বছর রাজশাহী বোর্ডের আইটি শাখার সহযোগিতার পরীক্ষার ফলাফল ও নিরীক্ষা সম্পন্ন করা হয়। এখন থেকে এই নতুন ভবনেই আইটি শাখা স্থাপনে বোর্ডের পরীক্ষা ও নিরীক্ষার কাজ চালানো হবে।
×